ক্যালিফোর্নিয়ায় হাঙরের আক্রমণে সার্ফার নিহত

প্রতীকী ছবি, ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোরো বে উপকূলে হাঙরের আক্রমণে এক সার্ফার নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার তাদের কাছে খবর আসে, এক ব্যক্তিকে সমুদ্রের পানি থেকে তীরে টেনে তোলা হয়েছে। তাঁর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। ঘটনাস্থলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

নিরাপত্তার কথা বিবেচনা করে ভ্রমণকারীদের পরবর্তী ২৪ ঘণ্টা ওই এলাকায় পানিতে না নামার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।

স্যান জোস ও লস অ্যাঞ্জেলেস এলাকার মাঝামাঝি উপকূলীয় শহর মোরো বে-এর অবস্থান। স্থানীয় টহল পরিচালক এরিক এন্ডার্সবি সিএনএনকে বলেন, ‘এ এক ভয়াবহ দুর্ঘটনা। ভাগ্য ভালো যে বৈরী আবহাওয়া আর বাতাসের কারণে সার্ফ নষ্ট হয়ে যাওয়ায় অনেক সার্ফার সেদিন পানিতে নামতে পারেননি। নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা ওই এলাকা দিয়ে পানিতে নামা বন্ধ করে দিয়েছি।’

লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হাঙরের আক্রমণে প্রাণ হারানো সার্ফারের বয়স ৩১ বছর। সেদিন সাগরে তাঁর কাছাকাছি এক নারী সার্ফার অবস্থান করছিলেন। তিনিই ওই সার্ফারের মরদেহ টেনে তীরে নিয়ে এসেছেন।
গত কয়েক বছরে মোরো বে উপকূলীয় এলাকায় হাঙরের বেশ কয়েকটি হামলা হয়েছে। তবে ২০০৩ সালের পর এ ধরনের হামলায় মৃত্যুর ঘটনা এটিই প্রথম।