গ্যাস হামলা 'মানবতার অপমান': ট্রাম্প

সিরিয়ার ইদলিবে রাসায়নিক গ্যাস হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনাকে ‘মানবতার অপমান’ আখ্যা দিয়ে এর গভীর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
গত বুধবার হোয়াইট হাউসে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, শিশু হত্যা তাঁর চোখে সীমা লঙ্ঘন ছাড়া আর কিছু নয়। ট্রাম্প এমন মন্তব্য করলেও তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকে জড়িয়ে কোনো কথা বলেননি।
গত মঙ্গলবার ইদলিবে ওই রাসায়নিক হামলায় ৩০ শিশুসহ অন্তত ৮৬ জন প্রাণ হারান। এ হামলার জন্য প্রেসিডেন্ট বাশার সরকারকে দায়ী করে ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে, সিরীয় বিমানবাহিনী এ হামলা চালিয়েছে।
গতকাল বৃহস্পতিবার ক্রেমলিন বলেছে, গ্যাস হামলার জন্য সিরীয় বাহিনীকে যুক্তরাষ্ট্রের দায়ী করার পেছনে ‘বস্তুনিষ্ঠ’ কোনো তথ্য
নেই। মনগড়া তথ্য দিয়ে এ অভিযোগ করা হচ্ছে।