ছবিতে ফিরে দেখা নাইন–ইলেভেন

নাইন-ইলেভেনে ভয়াবহ সন্ত্রাসী হামলা বিশ্বের গতিপ্রকৃতি বদলে দেয়। বিশ্ব কাঁপানো এ হামলার ২০ বছর পূর্তি আজ। চারটি বিমান ছিনতাই করে ওই হামলা চালানো হয়। যদিও একটি বিমান নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যর্থ হয়। ছবিতে দেখা যাক সেই হামলার পরবর্তী ঘটনাস্থলের পরিস্থিতি। ছবিগুলো রয়টার্স ও এএফপির—
১ / ১১
হামলার তিন দিন পর ১৫ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থানটি। বিমান থেকে তোলা ছবি
২ / ১১
প্রথম হামলার পর জ্বলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি টাওয়ার। অপর টাওয়ারে হামলা চালানোর আগমুহূর্তে অন্য বিমানটি
৩ / ১১
হামলার পর জ্বলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি টাওয়ারই
৪ / ১১
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছাড়াও ওই দিন হামলা চালানো হয় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে। সেই হামলার পর আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস
৫ / ১১
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর আশপাশের লোকজন প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন
৬ / ১১
নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনের উত্তর টাওয়ারে সকাল ৮টা ৪৬ মিনিটে প্রথম বিমানটি আঘাত হানে। এর ১৬ মিনিট পর ৯টা ৩ মিনিটে দক্ষিণ টাওয়ারে দ্বিতীয় বিমানটি আঘাত হানে
৭ / ১১
হামলার পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে বাইরে নেওয়া হয় ৫. হামলার পর ধ্বংসস্তূপ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকা
৮ / ১১
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর ধোঁয়ার কুণ্ডলী
৯ / ১১
ভয়াবহ সেই হামলার পর আশপাশের ভবনও ঘন ধোঁয়ায় ভরে যায়
১০ / ১১
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পরদিন ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভানো নিশ্চিত করছেন
১১ / ১১
যুক্তরাষ্ট্রের চোখে দুনিয়া কাঁপানো এ হামলায় সরাসরি জড়িত এই ১৯ জন