জন্মদিনের বড় অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরলেন ওবামা
যুক্তরাষ্ট্রজুড়ে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় জন্মদিন উপলক্ষে বড় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থেকে সরে এলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ৬০ বছর পূর্ণ করেছেন বারাক ওবামা। জন্মদিন উপলক্ষে আগামী সপ্তাহে ম্যাসাচুসেটসের মারথা’স ভিনেয়ার্ড দ্বীপে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিলেন ওবামা। এখন সেই অনুষ্ঠান সীমিত আকারে করা হবে, শুধু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা অংশ নেবেন।
বারাক ওবামার মুখপাত্র বলেছেন, কয়েক মাস আগেই স্বাস্থ্যবিধি মেনে আগামী শনিবার জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি ঘটনায় ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা আয়োজন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে কয়েক শ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রিত অতিথিদের তালিকায় অভিনেতা জর্জ ক্লুনি, পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবং জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক অপরাহ উইনফ্রেও ছিলেন।
কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে এই আয়োজন নিয়ে সমালোচনা শুরু হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) পুনরায় সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে। এমনকি যাঁরা টিকা নিয়েছেন এবং যাঁরা এখনো নেননি, সবাইকে এই নিয়ম মেনে চলতে বলেছে সিডিসি।
অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে আমন্ত্রিত অতিথিদের করোনা পরীক্ষা করতে বলেছিলেন ওবামা দম্পতি। এখন তাঁরা জনসাধারণকে টিকা নিতে অনুরোধ করেছেন।