জালাল উদ্দিনের মৃত্যুতে ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তার শোক

ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা, নিউইয়র্কের যুগ্ম সেক্রেটারি মুনায়েম কিবরিয়ার বাবা জালাল উদ্দিনের (৭৮) মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর নিউইয়র্কের ওজনপার্কে মরহুমের ছেলে মুনায়েম কিবরিয়ার বাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম জালাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাজনীতিক গোলাম কিবরিয়া হেলালের চাচা।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলা উদ্দিন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা রশীদ আহমদ, সহসভাপতি বুরহান উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম সেক্রেটারি সৈয়দ আলী প্রমুখ।
মরহুম জালাল উদ্দিনের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামে। ১৪ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সিলেটের হারামাইন হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর জৈন্তার (জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) নিউইয়র্কপ্রবাসীদের প্রিয় সংগঠন ‘ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা’ নিউইয়র্কের নেতারা। এক শোক বার্তায় তাঁরা বলেন, জালাল উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাটে আপামর জনসাধারণ এক মহান ব্যক্তিত্বকে হারাল, যা কখনো পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ তাঁর মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা নিউইয়র্কের প্রেসিডেন্ট মাওলানা রশীদ আহমদ, সেক্রেটারি জেনারেল জামীল আনসারী ও সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ।