জুমে ৯০০ কর্মীকে বরখাস্ত করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সিইও

ভারতীয় বংশোদ্ভূত ওই সিইওর নাম বিশাল গার্গ
ছবি: টুইটার

এক জুম কলে একসঙ্গে প্রায় ৯০০ কর্মীকে বরখাস্ত করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের প্রধান। বন্ধকে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বেটার ডটকমের ওই প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) নাম বিশাল গার্গ। তিনি জুম কলে অংশ নেওয়া কর্মীদের বলেন, ‘আপনি এ কলে অংশ নিয়ে থাকলে একদল দুর্ভাগা মানুষকে যে বরখাস্ত করা হচ্ছে, আপনিও সেই দলের অংশ।’ পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর বিবিসি অনলাইনের।

সামাজিক যোগাযোগমাধ্যমে এর সমালোচনা করে মন্তব্য আসছে, এটা খুবই নিরুত্তাপ, কঠোর ও ভয়ংকর একটি পদক্ষেপ, বিশেষ করে বড়দিনের আগে আগে। ওই জুম কলে বিশাল গার্গ কর্মীদের বলেন, ‘শেষবার যখন আমি এটা করি, তখন কেঁদেছিলাম। আমি আশা করি, এবার খবরটা অন্য রকম। এতে আমরা সমৃদ্ধ হয়েছি বলেই আমি মনে করছি।’ এবার কর্মীদের সঙ্গে ওই জুম কলে মাপা স্বরে কথা বলেন এবং সামনে ডেস্কের ওপর থাকা নোটের কথা উল্লেখ করেন তিনি।

১৫ শতাংশ কর্মীকে গণছাঁটাইয়ের কারণ হিসেবে কর্মীদের কর্মক্ষমতা, উৎপাদনশীলতা ও বাজার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কথা জানান বিশাল গার্গ। গত সপ্তাহে বিনিয়োগকারীদের কাছ থেকে নতুন করে ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার প্রসঙ্গে অবশ্য কোনো কথা বলেননি তিনি।

বেটার ডটকমের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কেভিন রায়ান বিবিসিকে বলেন, ‘ছাঁটাইয়ের কাজটা খুবই বেদনাদায়ক, বিশেষ করে বছরের এ সময়ে।’

ভারতীয় বংশোদ্ভূত বিশাল গার্গ আগেও সমালোচিত হয়েছেন। কর্মীদের কাছে পাঠানো তাঁর একটি ই–মেইল গত বছর প্রকাশ করেছিল মার্কিন সাময়িকী ফোর্বস। ই–মেইলে তিনি লিখেছিলেন, ‘আপনাদের কাজের গতি আসলে খুব ধীর। আপনারা বোকা ডলফিনের দল। এখানেই থামুন। আপনারা আমাকে বিব্রত করছেন।’