‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-হ্যারিস

‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব সংখ্যার প্রচ্ছদে জো বাইডেন ও কমলা হ্যারিস
ছবি: টাইম সাময়িকীর টুইটার

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকী এবার বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বেছে নিয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য  জানানো হয়।

‘টাইম’ সাময়িকী এ বিষয়ে তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট করেছে। টুইটে লেখা হয়েছে, জো বাইডেন ও কমলা  হ্যারিস ‘টাইম’-এর ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব।

টুইটে জুড়ে দেওয়া হয়েছে ‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব সংখ্যার প্রচ্ছদ, যাতে বাইডেন ও হ্যারিসের ছবি রয়েছে।

প্রচ্ছদের নিচের দিকে লেখা হয়েছে, জো বাইডেন ও কমলা  হ্যারিস আমেরিকার গল্প বদলে দিচ্ছেন।

‘টাইম’ সাময়িকী ১৯২৭ সাল থেকে বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচন করে আসছে।

‘টাইম’ সাময়িকীর এবারের বর্ষসেরা ব্যক্তিত্বের চূড়ান্ত তালিকায় বাইডেন-হ্যারিস ছাড়াও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি ও ন্যায়বিচারের দাবিতে কৃষ্ণাঙ্গ আন্দোলনের নাম উঠে আসে। তবে শেষ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির বাইডেন-হ্যারিস জুটিই বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব পেলেন।

বাইডেন-হ্যারিসকে এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছে ‘টাইম’ সাময়িকী। তারা বলেছে, আমেরিকান গল্প বদলে দেওয়ার জন্য; সমানুভূতির শক্তি যে বিভক্তির উন্মাদনার চেয়ে শ্রেষ্ঠ, তা প্রদর্শনের জন্য; একটি রোগ-শোকের বিশ্বে আরোগ্যের দর্শন ভাগাভাগির জন্য জো বাইডেন ও কমলা হ্যারিস ‘টাইম’ সাময়িকীর ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব।

‘টাইম’ সাময়িকীর এই ঘোষণার বিষয়ে বাইডেন ও হ্যারিস এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

২০১৬ সালে তৎকালীন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন।