টিকটক বন্ধে ট্রাম্প প্রশাসনের আইনি কাগজ লাগবে: মার্কিন বিচারক

টিকটক
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের একজন বিচারক বলেছেন, ট্রাম্প প্রশাসনকে অবশ্যই যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরগুলো থেকে টিকটক ডাউনলোড বন্ধ করার সিদ্ধান্ত নিতে দেরি করতে হবে অথবা তাদের সিদ্ধান্তের পক্ষে শুক্রবারের মধ্যেই আইনি কাগজপত্র দাখিল করতে হবে। গতকাল বৃহস্পতিবার ডিসট্রিক্ট জজ কার্ল নিকোলাস এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিভাগ অ্যাপল ইনকরপোরেশন ও অ্যালফাবেটের গুগল অ্যাপ স্টোরকে টিকটক ডাউনলোড সুবিধা বন্ধ করতে নির্দেশ দিয়েছে। রোববার থেকে ওই আদেশ কার্যকর হবে। আদালত বলেছেন, টিকটকের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারকে অবশ্যই প্রাথমিক নিষেধাজ্ঞার জন্য কাগজপত্র দাখিল করতে হবে বা আদেশ বিলম্বিত করতে হবে।

সানফ্রান্সিসকোর ফেডারেল জজ গত শনিবার একটি প্রাথমিক নিষেধাজ্ঞা দেন যাতে বাণিজ্য বিভাগের এ রকম আরেকটি নির্দেশ বন্ধ হয়ে যায়। ওই নির্দেশে চীনের টেনসেন্ট হোল্ডিংসের উইচ্যাট অ্যাপটি রোববার থেকে নিষিদ্ধ করার কথা বলা ছিল।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বলেছে, যুক্তরাষ্ট্রে উইচ্যাট নিষিদ্ধের বিষয়ে আদালতের দেওয়া নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা করছেন তাঁরা। অবশ্য সরকারি আইনজীবীরা এখনো আবেদন করেননি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উদ্বেগপ্রকাশ করে বলেছেন, ১০ কোটি মার্কিন নাগরিকের তথ্য টিকটক অ্যাপের মাধ্যমে চীনের কমিউনিস্ট সরকারের কাছে পাঠানো হয়।

গত সপ্তাহে বাণিজ্য বিভাগ ট্রাম্পের নির্বাহী আদেশ পালন করে টিকটক নিষিদ্ধ করার ক্ষেত্রে এক সপ্তাহ সময় বাড়ায়। ঘোষণা আসে, মার্কিন কোম্পানিগুলোর পক্ষ থেকে টিকটকের সঙ্গে চুক্তির যথেষ্ট অগ্রগতি হয়েছে।

টিকটকের পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধে নিরাপত্তার অজুহাতে যে নিষেধাজ্ঞার কথা বলছে তা ঠিক নয়। এ নিষেধাজ্ঞা মার্কিন সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক বিবেচনায় নেওয়া হচ্ছে।

টিকটকের মালিক বাইটড্যান্স বলছে, যুক্তরাষ্ট্রে টিকটককে রক্ষার জন্য তারা যে চুক্তি করতে যাচ্ছে তার আওতায় টিকটক গ্লোবাল নামের একটি কোম্পানি তৈরি করা হচ্ছে।

এটি তাদের সহযোগী প্রতিষ্ঠান হবে এবং তাদের শেয়ার থাকবে ৮০ শতাংশ। টিকটক গ্লোবেলে মার্কিন প্রতিষ্ঠান ওরাকল ও ওয়ালমার্টের শেয়ার থাকবে যথাক্রমে সাড়ে ১২ ও সাড়ে ৭ শতাংশ।