ট্রাম্প সহিংসতায় প্ররোচনা দিচ্ছেন: নির্বাচনী কর্মকর্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহিংসতায় প্ররোচনা দিচ্ছেন। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের এক নির্বাচনী কর্মকর্তা এ কথা বলেছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জর্জিয়ার ওই নির্বাচনী কর্মকর্তার নাম গ্যাব্রিয়েল স্টার্লিং। জর্জিয়ার সেক্রেটারি অব স্টেটের ভোট ব্যবস্থাপনা বাস্তবায়ন ব্যবস্থাপক তিনি। গ্যাব্রিয়েল একজন রিপাবলিকান।

গতকাল মঙ্গলবার আটলান্টায় সংবাদ সম্মেলন করেন গ্যাব্রিয়েল। সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনে জালিয়াতি নিয়ে বর্তমান প্রেসিডেন্ট যে প্রমাণহীন অভিযোগ করছেন, তার জেরে কোনো সহিংসতা হলে তার দায় ট্রাম্পকে নিতে হবে।

গ্যাব্রিয়েল বলেন, অনেক হয়েছে। এটা থামাতে হবে।

ট্রাম্প শিবিরের অনুরোধে জর্জিয়ায় দ্বিতীয় দফায় ভোট পুনর্গণনা করা হচ্ছে।

জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তবে এখানে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ভোট ব্যবধান অল্প।

ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র টিম মুর্তোফ বলেছেন, সব বৈধ ভোট গণনা করা ও অবৈধ ভোট গণনা না করার বিষয় নিশ্চিত করার চেষ্টা করছেন তাঁরা।

টিম মুর্তোফ বলেন, হুমকি বা সহিংসতায় কারও জড়িত হওয়া উচিত নয়। তেমনটা হলে তাঁরা তার নিন্দা জানান।

জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল জানান, অঙ্গরাজ্যের ২০ বছর বয়সী এক ঠিকাদার হত্যার হুমকি পেয়েছেন। তাঁর পরিবার হয়রানির শিকার হচ্ছে।

এমনকি নিজের বাড়ির বাইরে পুলিশি পাহারা রয়েছে বলে জানান গ্যাব্রিয়েল। তিনি বলেন, জর্জিয়ার সেক্রেটারি অব স্টেটের স্ত্রী ফোনে যৌন হয়রানিমূলক হুমকি পাচ্ছেন।

গ্যাব্রিয়েল বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, এ ঘটনাগুলো বা ভাষার ব্যাপারে আপনি নিন্দা জানাননি।’

রিপাবলিকান সিনেটররাও এ ব্যাপারে নিন্দা জানাননি বলে উল্লেখ করেন গ্যাব্রিয়েল।
গ্যাব্রিয়েল বলেন, ‘আমাদের এগুলো বন্ধ করা দরকার।’

এদিকে, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, ২০২০ সালের মার্কিন নির্বাচনে জালিয়াতির যে অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন, তার সমর্থনে কোনো প্রমাণ তাঁর বিচার বিভাগ খুঁজে পায়নি।