ট্রাম্পকে অপসারণে মন্ত্রিসভায় আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির অনেক আইনপ্রণেতা সন্ত্রাসবাদে প্ররোচনার অভিযোগ তুলেছেন। এদিকে ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে সরানোর সম্ভাব্যতা নিয়ে খোদ তাঁর মন্ত্রিসভার সদস্যরাই আলোচনা করছেন। দেশটির তিনটি নিউজ চ্যানেলের খবরের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

মার্কিন কংগ্রেস ভবন ঘিরে বুধবার ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলা-সংঘাত-সংঘর্ষের পর তাঁর মন্ত্রিসভার সদস্যরা তাঁকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়ার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

মন্ত্রিসভার সংশ্লিষ্ট সদস্যদের আলোচনায় যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনীর প্রসঙ্গ উঠে আসে।

মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট যদি তাঁর ক্ষমতা ও দায়িত্ব পালনে অসমর্থ বলে বিবেচিত হন, তাহলে ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা তাঁকে অপসারণ করতে পারেন। এ প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্টকে নেতৃত্ব দিতে হয়।

আরও পড়ুন

নাম প্রকাশ না করা একাধিক রিপাবলিকান নেতার উদ্ধৃতি দিয়ে সিএনএন বলেছে, মন্ত্রিসভার সদস্যরা সংবিধানের ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করেছেন। তাঁরা ট্রাম্পকে ‘নিয়ন্ত্রণহীন’ বলে বর্ণনা করেছেন।

সিবিএস চ্যানেলের সাংবাদিক মার্গারেট ব্রেনান জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট পেন্সের কাছে এ বিষয়ে এখন পর্যন্ত অবশ্য আনুষ্ঠানিক কিছু উপস্থাপন করা হয়নি।

এবিসির প্রতিবেদক ক্যাথরিন ফাল্ডার্স জানিয়েছেন, একাধিক সূত্র তাঁকে বলেছে, নজিরবিহীন এ পদক্ষেপের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেওয়ার মাত্র দুই সপ্তাহ বাকি আছে। তার আগেই ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার বিষয়টি ওয়াশিংটনে আলোচিত হচ্ছে।

একাধিক ডেমোক্রেটিক আইনপ্রণেতাও সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

কংগ্রেস ভবনে হামলা ট্রাম্প–সমর্থকদের
ছবি: রয়টার্স

প্রতিনিধি পরিষদের বিচারসংক্রান্ত কমিটির ডেমোক্র্যাট সদস্যরা ভাইস প্রেসিডেন্ট পেন্সের কাছে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে তাঁরা ট্রাম্পকে সরানোর উদ্যোগ নিতে পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন।

অনেক আইনপ্রণেতা ট্রাম্পের বিরুদ্ধে সন্ত্রাসবাদে প্ররোচনার অভিযোগ তুলেছেন। তাঁদের একজন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য ক্যাথলিন রাইস। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট ক্যাপিটলে অভ্যন্তরীণভাবে সন্ত্রাসী হামলার জন্য প্ররোচিত করেছেন। তিনি আমাদের গণতন্ত্রের জন্য এক আসন্ন হুমকি। তাঁকে অবিলম্বে পদ থেকে অপসারণ করা দরকার। মন্ত্রিসভার অবশ্যই ২৫তম সংশোধনী প্রয়োগ করা দরকার।’

গতকাল বুধবার ট্রাম্পের শত শত উগ্র সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়। জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নে এ সময় কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল। নির্বাচনে ট্রাম্পের পরাজিত হওয়ার ফল পাল্টে দেওয়ার লক্ষ্যে এ হামলা চালানো হয়।

ক্যাপিটল ভবনে হামলা-সংঘাত-সংঘর্ষের ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার পর রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে।