ট্রাম্পকে আরও চাপে ফেললেন তাঁর অ্যাটর্নি জেনারেল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, ২০২০ সালের মার্কিন নির্বাচনে জালিয়াতির যে অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, তার সমর্থনে কোনো প্রমাণ তাঁর বিচার বিভাগ খুঁজে পায়নি। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসি বলছে, উইলিয়াম বারকে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন ঘনিষ্ঠ শীর্ষ মিত্র হিসেবে দেখা হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাঁর কাছ থেকে আসা এ মন্তব্য ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা।

বিবিসি জানায়, গতকাল মঙ্গলবার একটি বার্তা সংস্থাকে সাক্ষাৎকার দেন উইলিয়াম বার। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, আজ পর্যন্ত তাঁরা এমন কোনো মাপের জালিয়াতি দেখেননি, যা নির্বাচনের ফলাফলে ভিন্নতা আনতে পারত।

গত ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

বেসরকারি ফলাফল অনুযায়ী, বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। ট্রাম্পের ইলেক্টোরাল কলেজ ভোট ২৩২টি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে কোনো প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হয়। সে হিসাবে ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে বাইডেন।

এ ছাড়া পপুলার ভোটেও ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে বাইডেন।

তবে ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ করছেন। তিনি পরাজয় মেনে নিতে এখন পর্যন্ত অস্বীকৃতি জানাচ্ছেন।

ভোটের ফল পাল্টে দিতে ট্রাম্প ও তাঁর প্রচার শিবির অঙ্গরাজ্য পর্যায়ে একাধিক মামলা করেছেন। তবে এসব মামলার অধিকাংশই খারিজ হয়েছে। ট্রাম্প এখন সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছেন।

বার্তা সংস্থা এএফপি বলছে, বাইডেনের সুস্পষ্ট জয় অস্বীকার করে নির্বাচনের ফল পাল্টে দিতে ট্রাম্প যেসব প্রচেষ্টা চালাচ্ছেন, তা থেকে সরে আসতে তাঁর ওপর আরও চাপ বাড়াবে উইলিয়াম বারের মন্তব্য।