ট্রাম্পকে ছেড়ে যাচ্ছেন বার

উইলিয়াম বার
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত হিসেবে খ্যাতি রয়েছে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের। ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম বার। কিন্তু সেই বারই এখন ট্রাম্পকে ছেড়ে চলে যাচ্ছেন। সংশ্লিষ্ট তিনটি সূত্র নিউইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, চলতি বছর শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন বার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠার পর তা তদন্তের নির্দেশ দিয়েছিলেন বার। তবে গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন, এই নির্বাচনে কোনো কারচুপির অভিযোগ পায়নি বিচার বিভাগ। ফলে খেপেছেন ট্রাম্প। এই ঘটনা কিংবা নির্বাচনে ট্রাম্পের পরাজয় স্বীকার না করার জেরে বার পদত্যাগ করছেন কি না, তা স্পষ্ট নয়।

এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের আচরণে সন্তুষ্ট নন বার। তবে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
নিউইয়র্ক টাইমস প্রথম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এরপর বিষয়টি নিয়ে বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে সিএনএন।

চলতি সপ্তাহের শুরুর দিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছিল, নির্বাচনে কারচুপির কোনো অভিযোগ পাওয়া যায়নি—এক সাক্ষাৎকারে উইলিয়াম বারের এমন মন্তব্যে হতাশ প্রেসিডেন্ট ট্রাম্প। গত মঙ্গলবার হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে দুজনের মধ্যে বৈঠক হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, এতে ‘তর্কও’ হয়েছে।

গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বারের ওপর তাঁর আস্থা রয়েছে কি না, এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। কেউ কেউ বলছেন, ট্রাম্পের আনুকূল্য হারিয়েছেন বার। হোয়াইট হাউসের দুটি সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে, বারকে পদচ্যুত করার বিষয়টি বিবেচনা করছিলেন ট্রাম্প।