ট্রাম্পের অভিশংসনে পেলোসির 'না'

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসনের প্রস্তাব তিনি সমর্থন করবেন না। গতকাল সোমবার কংগ্রেসের ডেমোক্রেটিক সদস্যদের সঙ্গে এক টেলিফোন সম্মেলনে স্পিকার এ কথা বলেন।

পেলোসি বলেন, ‘মুলার প্রতিবেদন অনুসারে ট্রাম্প “নীতিগতভাবে গভীর গর্হিত” আচরণ করেছেন। কিন্তু এই কারণে তাঁকে অভিশংসিত করার আগে আমাদের সব তথ্য সংগ্রহ করতে হবে।’ পেলোসি জানান, বর্তমানে সেই তথ্য সংগ্রহের আজ চলছে। যত দ্রুত সম্ভব এই তদন্তকাজ সমাধান করা হবে।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট ও পলিটিকো টেলিফোন সম্মেলনে অংশগ্রহণকারী একাধিক কংগ্রেস সদস্যের সঙ্গে কথা বলে এ কথা নিশ্চিত করেছে।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকাজে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে গোপন আঁতাত করেননি বলে বিশেষ কাউন্সেলর রবার্ট মুলারের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। ওই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। হিলারিকে হারাতে ট্রাম্প রাশিয়ার সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন বলে বড় ধরনের অভিযোগ ওঠে। গত রোববার কংগ্রেসে মুলারের এই প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

প্রগতিশীল হিসেবে পরিচিত একাধিক সদস্য পেলোসির সঙ্গে ভিন্নমত প্রকাশ করে অবিলম্বে অভিশংসনের দাবি তোলেন। ফ্লোরিডা থেকে নির্বাচিত সদস্য ভ্যাল ডেমিংস বলেন, তিনি ২৭ বছর আইন প্রয়োগের দায়িত্ব পালন করেছেন। তাঁর দৃঢ় বিশ্বাস, আইন ভঙ্গ হয়েছে, তা প্রমাণের জন্য কংগ্রেসের হাতে পর্যাপ্ত তথ্য রয়েছে।

তবে দলের শীর্ষস্থানীয় কোনো নেতা অভিশংসনের পক্ষে মত দেননি। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত সদস্য ম্যাক্সিন ওয়াটার্স এর আগে অভিশংসনের পক্ষে মত দিলেও গতকাল তাঁর সুর বদলে ফেলেন। ওয়াটার্স বলেন, পেলোসির বিপক্ষে গিয়ে তিনি ভিন্ন কিছু করা সমর্থন করেন না।

আপাতত ডেমোক্রেটিক নেতৃত্ব ট্রাম্পের ওপর চাপ বৃদ্ধির লক্ষ্যে তাঁর বিভিন্ন কার্যকলাপ নিয়ে তদন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল তারা হোয়াইট হাউসের সাবেক আইনজীবী ডন ম্যাগেনকে বিচার বিভাগীয় কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার জন্য সমন পাঠিয়েছে। তারা মনে করছে, ট্রাম্প যে বিচারপ্রক্রিয়ায় বাধাদানের চেষ্টা করেন, ম্যাগেন তার অন্যতম সাক্ষী। আগামী মাসের তৃতীয় সপ্তাহে এই সাক্ষ্য দেওয়ার তারিখ ঠিক করা হয়েছে।

ট্রাম্পের কার্যকলাপের তদন্তের অংশ হিসেবে কংগ্রেসের ডেমোক্রেটিক নেতৃত্ব ট্রাম্পের অর্থ লেনদেনের যে নথিপত্র চেয়ে একাধিক আর্থিক সংস্থা ও ব্যাংকের কাছে সমন পাঠিয়েছে, ট্রাম্প তাঁর আইনজীবীদের মাধ্যমে তা ঠেকানোর চেষ্টা করছেন। তাঁরা যুক্তি দেখিয়েছেন, প্রেসিডেন্টকে বিব্রত করার এটি রাজনৈতিক পাঁয়তারা মাত্র। অধিকাংশ আইন বিশেষজ্ঞ অবশ্য মনে করেন, নির্বাহী বিভাগের কার্যাবলির খবরদারির যে শাসনতান্ত্রিক দায়িত্ব রয়েছে, তার অংশ হিসেবে এই নথিপত্র চেয়ে পাঠানোর পুরো আইনগত অধিকার কংগ্রেসের রয়েছে। শুধু কালক্ষেপণের উদ্দেশ্যেই ট্রাম্প ও তাঁর আইনজীবীরা এই কৌশল অনুসরণ করছেন বলে তাঁরা মনে করেন।