ট্রাম্পের ফেসবুক বন্ধই থাকছে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষেধাজ্ঞা বহাল থাকছে। ফেসবুকের ওভারসাইট বোর্ড এই সিদ্ধান্ত দিয়েছে।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বোর্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা পর্যালোচনার জন্যও ফেসবুক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। তাঁর ওপর স্থায়ী নিষেধাজ্ঞা ফেসবুকের স্বাভাবিক শাস্তিমূলক ব্যবস্থার নিয়মের ব্যত্যয় হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

গত নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন ডোনাল্ড ট্রাম্প।

গত ৬ জানুয়ারি তাঁর সমর্থকেরা ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালান। ওই ঘটনার পর ট্রাম্পের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ফেসবুকের ওভারসাইট বোর্ড বলেছে, ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত আদর্শ ছিল না। অন্য ব্যবহারকারীদের জন্য যে নিয়ম অনুসরণ করা হয়, তাঁর ক্ষেত্রেও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

ফেসবুককে এ বিষয়ে ছয় মাসের মধ্যে সিদ্ধান্ত দিতে বলেছে তারা। তাদের আদেশের অর্থ দাঁড়ায়, ফেসবুক ও ইনস্টাগ্রামে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকছে।

ফেসবুকের ওভারসাইট বোর্ডের এই সিদ্ধান্ত জানানোর কথা ছিল গত মাসে। তবে এ বিষয়ে ৯ হাজারের বেশি মানুষের প্রতিক্রিয়া পর্যালোচনা করতে গিয়ে বিলম্ব হয় তাদের।

এদিকে ডোনাল্ড ট্রাম্প নিজের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রক্ষায় মঙ্গলবারই নতুন একটি ওয়েবসাইট চালু করেছেন।