ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন অবৈধ অভিবাসীরাও

নিউইয়র্ক নগরে ১৬ ডিসেম্বর কার্যকর হয়েছে গ্রিনলাইট অ্যাক্ট। এই আইনের আওতায় নিউইয়র্ক শহরের কাগজপত্রবিহীন বা কাগজপত্রধারী সব মানুষ এখন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন। অবশ্য এজন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস করতে হবে। নিউইয়র্কের পাশাপাশি ১৭ ডিসেম্বর নিউজার্সিতেও সবাইকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রস্তাব পাস হয়েছে। নিউজার্সির গভর্নর স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।
২০০৩ সালে ড্রামের সদস্য ও স্থানীয় সহযোগী সংগঠন একসঙ্গে কুইন্স ড্রাইভার লাইসেন্স কোয়ালিশন গঠন করে সবার জন্য ড্রাইভিং লাইসেন্সের দাবি তোলে। দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রামের ফলে এই সপ্তাহে এই আইন পাস হয়েছে। অতীতে কাগজপত্রহীন অভিবাসীরা ড্রাইভিং লাইসেন্স পেত না। গ্রিনলাইট নামে নতুন আইন কার্যকরের ফলে এখন সবাই এই সুযোগটি পাচ্ছে। নিউইয়র্ক ডিএমভির দেওয়া তথ্যমতে, ‘ড্রাইভার্স লাইসেন্স অ্যাকসেস এবং প্রাইভেসি অ্যাক্ট যা সাধারণত ‘গ্রিন লাইট অ্যাক্ট’ নামে পরিচিত—চলতি বছরের ১৭ জুন প্রণীত হয়েছিল। এই আইনটি ১৬ ডিসেম্বরে কার্যকর হয়। এই আইনের মাধ্যমে ১৬ বছর বা তার বেশি বয়সের সব নিউইয়র্কবাসীকে সাধারণ ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার অনুমতি দিচ্ছে।’
গ্রিনলাইট আইনের অধীনে যাদের কখনো সামাজিক সুরক্ষা নম্বর বা সোশ্যাল সিকিউরিটি কার্ড জারি করা হয়নি, তারাও ড্রাইভার লাইসেন্স পেতে আবেদন করতে পারবে। ১৬ ডিসেম্বর নিউইয়র্ক নগরের পাঁচ বরোর কয়েক শ অনিবন্ধিত অভিবাসী বৈরী আবহাওয়া উপেক্ষা করে নতুন রাষ্ট্রীয় আইনের সুযোগ নিয়ে গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এদের একজন কলম্বিয়ান বংশোদ্ভূত ইভান ব্লাঙ্কা। তিনি সকাল আটটায় কুইন্সের ফ্ল্যাশিংয়ের ডিএমভি অফিসে আসেন এবং সাত ঘণ্টা অপেক্ষার পর তিডনি নতুন গ্রিনলাইট আইনের অধীনে স্ট্যান্ডার্ড রাষ্ট্রীয় চালকের লাইসেন্সের জন্য সফলভাবে আবেদন করেন।
কলম্বিয়ান বংশোদ্ভূত ব্লাঙ্কা ডেইলি নিউজকে বলেন, ‘আমি সৃষ্টিকর্তাকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানাই। এখন আমি বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারব। আমি কাজ করতে গাড়ি চালিয়ে যেতে পারব। আমি নিজের পরিবারকে আরও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে পারব।’
স্যান্টন লিওনেলও অন্য সবার মতো আজ কয়েক ঘণ্টা ডিএমভির লাইনে অপেক্ষা করেন। লিওনেল সিবিএস নিউজকে বলেন, ‘প্রতি সেকেন্ড লাইনে অপেক্ষা মূল্যবান ছিল। আমি গতকাল রাতে মোটেও ঘুমাইনি, কারণ আমি এই সকালে এখানে থাকতে চেয়েছি এবং আমি এখানে আছি।’
লিওনেল আরও বলেন, ‘আমি খুব উচ্ছ্বসিত যে নিউইয়র্কে এটি সম্ভব হয়েছে। আমার লাইসেন্সের প্রয়োজন, কারণ আমার সাতটি বাচ্চা রয়েছে এবং আমার পক্ষে ভ্রমণ করা বেশ কঠিন।’ আরেক লাইসেন্সপ্রত্যাশী ইয়াদিরা আলকাজারও নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে ভুল করেননি।
নিউইয়র্কবাসীর জন্য ১৬ ডিসেম্বরকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করে ব্রুকলিনভিত্তিক গ্রুপ মেক দ্য রোড এনওয়াই এক টুইট বার্তায় জানায়, ‘আজ আমাদের অভিবাসী সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক দিন! সবার জন্য ড্রাইভিং লাইসেন্স সুবিধা অভিবাসীদের জীবনকে সহজ করবে।’
অ্যাডভোকেসি গ্রুপ এফডব্লিউডি ডট ইউসের সঙ্গে নিউইয়র্ক ইমিগ্রেশন ম্যানেজার এডি ট্যাভেরাস বলেছেন, নতুন নিয়ম আম্পায়ার স্টেটের রাস্তাগুলোকে নিরাপদ করার চেয়ে আরও বেশি কিছু করবে। তিনি আরও বলেন, ‘গ্রিনলাইট আইন নিউইয়র্কের রাস্তাগুলোর নিরাপত্তা বাড়িয়ে তুলবে, রাজ্যের জন্য নতুন রাজস্ব প্রবাহ সরবরাহ করবে এবং পরিবারকে একত্রে রাখতে সহায়তা করবে।
কীভাবে পাবেন এই লাইসেন্স?
নিউইয়র্ক অঙ্গরাজ্যে বসবাসকারী কাগজপত্রবিহীন সব মানুষ ১৬ ডিসেম্বর থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এই আইনের মাধ্যমে আপনি এখন ডিএমই এবং সিডিএলসি শ্রেণিভুক্ত লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এই লাইসেন্স বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য নয়।
পারমিট বা লাইসেন্সের আবেদনের জন্য যে কাউকে ৬ পয়েন্ট পেতে হবে। এর মধ্যে নিজের দেশের বৈধ পাসপোর্ট (৪ পয়েন্ট), ফটোসহ নিজের দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা ২৪ মাসের নিচে মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স (৪ পয়েন্ট), ফটো ছাড়া নিজ দেশের স্কুলের প্রমাণপত্র (১ পয়েন্ট), নিজ দেশের স্কুল প্রমাণপত্র ফটো ছাড়া (২ পয়েন্ট), স্থায়ী বাসস্থান কার্ড অথবা ২৪ মাসের নিচে মেয়াদ উত্তীর্ণ এমপ্লয়মেন্ট অথোরাইজেশন কার্ড (২ পয়েন্ট), নিউইয়র্ক সিটির আইডি (১ পয়েন্ট), ইউএসএর আদালতের কাগজ (১ পয়েন্ট), ট্যাক্স বিবরণ (১ পয়েন্ট), গুরুত্বপূর্ণ ক্রেডিট কার্ড (১ পয়েন্ট), প্রয়োজনীয় বিল (১ পয়েন্ট), স্বাস্থ্যবিমা কার্ড ( ১ পয়েন্ট), বিয়ের প্রমাণপত্র (১ পয়েন্ট)।