দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রার্থীদের সমর্থনে সভা

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দক্ষিণ এশীয় আমেরিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় বিএএসজের সদস্যরা
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দক্ষিণ এশীয় আমেরিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় বিএএসজের সদস্যরা

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় ফ্রি হোল্ডার নির্বাচন, সিটি কাউন্সিল ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দক্ষিণ এশীয় আমেরিকান প্রার্থীদের সমর্থনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর রাতে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের সঞ্চালনায় সভায় ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী মো. হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী আনজুম জিয়া, ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদ, স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী ও কাজী লিটন বক্তৃতা করেন।

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রত্যেক প্রার্থীই উপস্থিত সুধীজনদের সামনে পেশ করেন এবং তারই আলোকে সুধীজনদের মধ্য থেকে কয়েকজন প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন। প্রার্থীরাও সেসব প্রশ্নের উত্তর দেন।

সভায় প্রত্যেক প্রার্থীই এ সভা আয়োজনের জন্য আয়োজক সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ঐক্যবদ্ধ কমিউনিটির স্বার্থে এই সভা মাইলফলক হয়ে থাকবে বলে তারা মনে করেন।

সভায় উপস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সব কর্মকর্তার কণ্ঠেই ছিল ঐক্যের আকুতি। বিএএসজের কর্মকর্তারা বলেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ছয় দক্ষিণ এশীয় আমেরিকান প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তাদের নির্বাচনী প্রচারণায় এশিয়ান আমেরিকান কমিউনিটির সবাইকে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে, তবেই কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হবে।

সভায় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক ও কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম মোকতাদির, মো. গিয়াসউদদীন পাঠান, মো. আইয়ুব, মো. কবির প্রমুখ উপস্থিত ছিলেন।