‘দূষণে’ জনসনের ৬ কোটি ডোজ টিকা নষ্ট করা হচ্ছে

জনসন অ্যান্ড জনসনের টিকা
ছবি : রয়টার্স

সম্ভাব্য দূষণের আশঙ্কা থেকে জনসন অ্যান্ড জনসনের ছয় কোটি ডোজ করোনার টিকা নষ্ট করতে বাধ্য করছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ন্ত্রকেরা। এসব টিকা ইমার্জেন্ট বায়োসলিউশনস বাল্টিমোরের কারখানায় উৎপাদন করেছিল। ঘটনা সম্পর্কে জ্ঞাত সূত্রের বরাতে গত শুক্রবার নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

বাল্টিমোরের ওই কারখানায় গত এপ্রিল মাসে পরিদর্শনের পর বেশ কিছু নীতিমালা লঙ্ঘনের বিষয়টি সামনে আসে। এর মধ্যে ছিল জনসন অ্যান্ড জনসনের টিকায় অ্যাস্ট্রাজেনেকার টিকার একটি মূল উপাদানের দূষণ। এরপর উভয় টিকার প্রায় ১৭ কোটি ডোজ নিয়ে প্রশ্ন ওঠে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নিশ্চিত করে জানায়, কয়েকটি ব্যাচের টিকা ব্যবহারের উপযোগী নয়। তবে ঠিক কত ডোজ নষ্ট করতে হবে, তা নিশ্চিত করেনি এফডিএ। সংস্থাটি জানায়, ওই কারখানায় উৎপাদিত দুটি ব্যাচের টিকা তারা ছাড়পত্র দেয়। ওই দুই ব্যাচে এক কোটি ডোজ টিকা রয়েছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই এক কোটি ডোজ টিকা যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে বিতরণ করা হবে।

দুই মাস আগে নিরাপত্তা লঙ্ঘনের অজুহাতে বাল্টিমোরের কারখানাটি বন্ধ করে দেওয়ার পর এখনো তা খোলার অনুমতি দেয়নি এফডিএ।

এফডিএ এক ই–মেইল বিবৃতিতে জানায়, এফডিএ নির্ধারণ করেছে যে আরও কয়েকটি ব্যাচ ব্যবহারের জন্য উপযুক্ত নয়, তবে বাড়তি আরও ব্যাচ পর্যালোচনায় রয়েছে। পর্যালোচনা সম্পন্ন হলে সংস্থাটি জনগণকে জানাবে।

সংস্থাটি জানিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার আগে ওই কারখানার তথ্যের বিশদ পর্যালোচনা ও মানের বিষয়টি দেখেছে এফডিএ। এফডিএ এখন পর্যন্ত ইমার্জেন্ট বায়োসলিউশনসকে অনুমোদিত উত্পাদন কারখানা হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত নয়।