নতুন চাকরিতে হ্যারি-মেগান

প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল
ছবি: রয়টার্স

প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ফার্ম এথিকে যোগ দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দ্য গার্ডিয়ান জানায়, গতকাল মঙ্গলবার এথিকের ওয়েবসাইটে বলা হয়, হ্যারি ও মার্কেল ফার্মটিতে ‘ইমপ্যাক্ট পার্টনারস’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এথিকে হ্যারি ও মার্কেলের কাজের প্রকৃতি কী হবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এ ছাড়া তাঁদের পারিশ্রমিক কত হবে, তা–ও প্রকাশ করেনি এথিক।

২০১৫ সালে এথিক প্রতিষ্ঠিত হয়। তারা কেবল এমন কোম্পানিতেই বিনিয়োগের দাবি করে, যা মানুষ ও পৃথিবীর প্রতি শ্রদ্ধাশীল। এথিক ধনী গ্রাহকদের পরামর্শ দেয়, কীভাবে তাদের অর্থ আরও টেকসইভাবে বিনিয়োগ করতে হয়। তারা জলবায়ু পরিবর্তন ও মানবাধিকারের মতো বিষয়গুলোতে অগ্রাধিকার দেয়।

হ্যারি ও মার্কেল দম্পতি ইতিমধ্যে এথিকে বিনিয়োগ করেছেন। এথিক বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পদের ব্যবস্থাপনা করছে।

এথিক বলেছে, হ্যারি ও মার্কেল দম্পতি তাঁদের সঙ্গে অনেক মূল্যবোধ ভাগাভাগি করেন, যেমনটা আরও অনেকেই করে থাকেন।

এথিকের আশা, ব্রিটিশ রাজপরিবারের সদস্য হ্যারি ও মার্কেল বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে ফার্মটিকে পৌঁছাতে সহায়তা করবেন।

হ্যারি ও মার্কেল বলেছেন, তাঁরা আশা করছেন যে এথিকের সঙ্গে তাঁদের অংশীদারত্ব আরও অধিকসংখ্যক তরুণদের টেকসই কোম্পানিতে অর্থ বিনিয়োগে উৎসাহিত করবে।

এক বিবৃতিতে এই দম্পতি বলেছেন, ‘আমরা যখন একে অপরের মধ্যে বিনিয়োগ করি, তখন আমরা আসলে বিশ্বকেই বদলে দিই।’

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি ও মার্কেল বলেছেন, তাঁরা বিনিয়োগকে গণতান্ত্রিক করতে চান। আর সেটা করতে চান দায়িত্বশীল প্রতিষ্ঠানের মাধ্যমে।