নিউইয়র্ক পুলিশে কমান্ডিং অফিসারের দায়িত্বে বাংলাদেশি বংশোদ্ভূত আবদুল্লাহ

ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহ নিউইয়র্ক নগরীর পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) গুরুত্বপূর্ণ প্রিসিঙ্কট ৬৯-এ কমান্ডিং অফিসার হিসেবে যোগ দিয়েছেন।

নিউইয়র্কে প্রিসিঙ্কটের (থানা) কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি-আমেরিকান আবদুল্লাহ।

২০ সেপ্টেম্বর নগরীর ব্রুকলিনের কেনার্সি এলাকার প্রিসিঙ্কটে যোগদানের জন্য পৌঁছালে তাঁকে স্বাগত জানান সহকর্মীরা।

প্রথম আলো উত্তর আমেরিকাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আবদুল্লাহ বলেন, বহু জাতিগোষ্ঠীর নগরী নিউইয়র্কের পুলিশ বিভাগে এমন দায়িত্ব পাওয়াকে তিনি তাঁর কাজের স্বীকৃতি বলে মনে করেন।

আবদুল্লাহর জন্ম বাংলাদেশে। তবে বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে বেড়ে উঠলেও বাংলাদেশকে তিনি বুকে ধারণ করেন বলে জানান।

আবদুল্লাহ বলেন, নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি জনসমাজ তাঁকে সব সময় সমর্থন দিয়ে আসছে। তাঁর যেকোনো অর্জনকে তারা নিজেদেরই সাফল্য বলেই মনে করে। এ বিষয় তাঁকে বেশ আবেগাপ্লুত করে।

নিউইয়র্ক পুলিশের পরবর্তী ধাপের সব পদোন্নতি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নগরীর পুলিশ বিভাগে বাংলাদেশি বংশোদ্ভূত লোকজনের সংখ্যা বাড়ছে। তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাচ্ছেন।

আবদুল্লাহর মতো চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা কখনো না কখনো নিউইয়র্ক পুলিশের প্রধান হতে পারেন বলে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে একধরনের আশাবাদ তৈরি হয়েছে।

আবদুল্লাহর বাবা প্রয়াত খন্দকার মোদাব্বির আলী। মা মুহিবুন্নেছা চৌধুরী। শিশু বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন আবদুল্লাহ। নিউইয়র্কে কলেজ শিক্ষা সমাপ্ত করার পর ২০০৭ সালে এনওয়াইপিডিতে অফিসার হিসেবে যোগ দেন আবদুল্লাহ। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে এনওয়াইপিডিতে ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন।

নিউইয়র্কের নগর প্রান্তের লং আইল্যান্ড সিটিতে মা মুহিবুন্নেছা চৌধুরী, স্ত্রী লীনা চৌধুরীসহ তিন সন্তানকে নিয়ে থাকেন আবদুল্লাহ।

আরও পড়ুন