নিউইয়র্কে টিকা দিতে বয়স্কদের জন্য যাতায়াত সুবিধা

নিউইয়র্কে করোনা সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ লোকজনকে দ্রুততার সঙ্গে টিকা দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনার টিকা নিতে ৬৫ বছরের বেশি বয়সী লোকজনের জন্য যাতায়াতের ব্যবস্থা গ্রহণ করেছে নগর কর্তৃপক্ষ।

নিউইয়র্ক নগরীর মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, প্রতি সপ্তাহে এমন ১০ হাজার ব্যক্তিকে যাতায়াতের সুবিধা দেওয়া হবে।

ডি ব্লাজিও জানিয়েছেন, চলতি সপ্তাহ থেকেই ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা এমন যাতায়াত সুবিধার জন্য অনুরোধ করতে পারবেন। এ জন্য তাঁদের ‘৩১১’ নম্বরে ফোন করতে হবে।

যাতায়াত সুবিধার আওতায় নগর কর্তৃপক্ষ ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের তাঁদের ঘর থেকে টিকাকেন্দ্রে নিয়ে যাবে। টিকা গ্রহণ শেষে তাঁদের আবার ঘরে পৌঁছে দেবে।

মেয়র জানিয়েছেন, নগরীর প্রবীণদের জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ লোকজনকে দ্রুততার সঙ্গে টিকা দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে।

বিভিন্ন রাইড সার্ভিস দিয়ে নগরীর প্রবীণদের যাতায়াতের সেবা দেওয়া হবে বলে মেয়র জানিয়েছেন।

গত বছরের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়ে পড়ে। করোনার সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ২ কোটি ৪৪ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত। মারা গেছেন চার লাখের বেশি মানুষ।

করোনায় যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা নিউইয়র্ক। নিউইয়র্কে ১২ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৪১ হাজার মানুষ।
নিউইয়র্কে এখনো প্রতিদিন অনেক মানুষ সংক্রমিত হচ্ছেন। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম।

নিউইয়র্কে অভিবাসীরা সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত ও মৃত্যুবরণ করছেন। নিউইয়র্কে করোনায় কয়েক শ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বিপর্যস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্রের অন্যান্য নগরীর মতো নিউইয়র্কেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে সম্মুখসারির কর্মজীবী ও বয়স্ক লোকজনকে টিকার আওতায় নিয়ে আসার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।