নির্বাচনী আইন সংশোধনে চাপ দিচ্ছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশের নির্বাচনী আইন সংশোধনের উদ্দেশ্যে মার্কিন সিনেটের নিয়মে ঐতিহাসিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। বুধবার এক ভাষণে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইন পাস করার অভিযানটি মূলত আমেরিকার আত্মার জন্য যুদ্ধ।

বিবিসির এক খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি এমন পরিবর্তনকে সমর্থন করবেন, যা বিরোধী রিপাবলিকানদের সমর্থন ছাড়াই তার ভোটিং সংস্কারগুলোকে পাস করার অনুমতি দেবে।

অবশ্য এ বিষয়ে তাঁর দলের দুই সিনেটরের ধারণা পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে। এমনকি এতে কোনো রিপাবলিকান সিনেটরের সমর্থন নেই।

বর্তমানে সিনেটে বেশির ভাগ আইন পাস করতে ৬০ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তবে এখন কংগ্রেসের উচ্চকক্ষে দুই দলের ভোট সমান। তাই নিয়মে পরিবর্তন না আনলে বাইডেনের নির্বাচনী আইন সংশোধনের বিল পাস হওয়ার সুযোগ নেই।
বিশ্লেষকেরা বলছেন, এমন পরিবর্তনের সম্ভাবনা কম। এ জন্য সিনেটে প্রত্যেক ডেমোক্র্যাট সদস্যের সমর্থনের পাশাপাশি ভাইস প্রেসিডেন্টের টাই-ব্রেকিং ভোটও লাগবে।

গত বছরে প্রতিনিধি পরিষদ বা নিম্নকক্ষে ফ্রিডম টু ভোট অ্যাক্ট ও দ্য জন লুইস ভোটিং রাইটস অ্যাডভান্সমেন্ট অ্যাক্ট পাস হয়।