নেটফ্লিক্সের শেয়ারের দাম এক দিনেই কমল ৩৭ শতাংশ

চলতি বছরের প্রথম তিন মাসে নেটফ্লিক্সের দুই লাখ গ্রাহক কমেছে
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের শেয়ারের দাম এক দিনেই ৩৭ শতাংশ কমেছে। গতকাল বুধবার এ দরপতন হয়। লাইভ মিন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবার নেটফ্লিক্সের গ্রাহকসংখ্যা কমে যাওয়ার ঘোষণা আসার পর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির শেয়ারের বড় দরপতন হলো।

নেটফ্লিক্স জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে প্ল্যাটফর্মটির দুই লাখ গ্রাহক (সাবস্ক্রাইবার) কমেছে। অথচ তারা ধারণা করেছিল, এ সময়ে নেটফ্লিক্স আরও ২৫ লাখ নতুন গ্রাহক পাবে। কিন্তু নেটফ্লিক্সের সেই লক্ষ্য পূরণ হয়নি। উল্টো প্ল্যাটফর্মটির গ্রাহক কমল।

ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে সম্প্রতি রাশিয়ায় কার্যক্রম বন্ধ করে দেয় নেটফ্লিক্স। এ কারণে প্ল্যাটফর্মটি প্রায় সাত লাখ গ্রাহক হারিয়েছে।

করোনা মহামারিতে নেটফ্লিক্সের পোয়াবারো হয়। লকডাউনের বিধিনিষেধে মানুষ ঘরবন্দী হয়ে পড়ে। ফলে বিনোদনের খোঁজে ঘরবন্দী মানুষ নেটফ্লিক্সের গ্রাহক হয়। এ সুবাদে নেটফ্লিক্স ব্যাপক মুনাফা করে। বিশ্বে এখনো করোনার প্রাদুর্ভাব রয়েছে। তার মধ্যেই এক দিনে নেটফ্লিক্সের শেয়ারের দাম ৩৭ শতাংশ কমল।

নেটফ্লিক্স ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কা করছে। রাশিয়ায় কার্যক্রম স্থগিত করা ছাড়াও বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও প্রতিযোগিতা বৃদ্ধির কারণে এমনটা হতে পারে।
আগামী বসন্তের ৩ মাসে ২০ লাখ গ্রাহক হারানোর আশঙ্কা করছে প্ল্যাটফর্মটি।

গ্রাহক ও শেয়ারের দাম হারানোর ক্ষতি পুষিয়ে উঠতে নতুন উদ্যোগ নিচ্ছে নেটফ্লিক্স। তারা তুলনামূলক কম মূল্যে গ্রাহকদের সেবার ঘোষণা দিচ্ছে। বাজারে নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস ও এইচবিও ম্যাক্স এমন পদক্ষেপ নিয়ে সাফল্য পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিড হাস্টিংস বলেছেন, যাঁরা নেটফ্লিক্স অনুসরণ করছেন, তাঁরা জানেন, তিনি সাবস্ক্রিপশন সহজীকরণের একজন বড় সমর্থক। তিনি গ্রাহকের পছন্দের বড় অনুরাগী।

গতকাল নেটফ্লিক্স ছাড়াও ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান রকুর ৬ শতাংশ, ওয়াল্ট ডিজনির ৫ শতাংশ ও ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারের মূল্য সাড়ে ৩ শতাংশ পতন হয়েছে।