প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম প্রকাশ্যে গলফ খেললেন বাইডেন

প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো গলফ খেলেছেন জো বাইডেন।
ছবি: এএফপি

প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে গলফ খেলেছেন জো বাইডেন। স্থানীয় সময় গতকাল শনিবার উইলমিংটনে তিনি গলফ খেলেছেন। খবর এএফপির।
উইলমিংটন কান্ট্রি ক্লাবে মধ্যাহ্নভোজের সময় গাড়িবহর নিয়ে গলফ খেলতে যান বাইডেন। পুরো বিষয়টিই ছিল অঘোষিত। এ ঘটনায় কান্ট্রি ক্লাবের সদস্যরা অবাক হয়ে যান। তবে বাইডেনের সঙ্গে সফররত সাংবাদিকেরা তাঁর গলফ খেলার ছবি তুলতে পারেননি।

হোয়াইট হাউস বলছে, বাইডেন তাঁর প্রয়াত ছেলে বো বাইডেনের শ্বশুর রন অলিভার ও জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিভ রিচেটির সঙ্গে গলফ খেলেছেন।

জানুয়ারি মাসে ক্ষমতা নেওয়ার পর থেকে বাইডেন এই প্রথমবার গলফ খেললেন বিষয়টা এমন নয়। তবে বাইডেনের গলফ খেলার বিষয়টি প্রথম প্রকাশ্যে এসেছে।
বাইডেন তাঁর গলফ খেলার দক্ষতার কথা খুব বেশি প্রকাশ করেন না।

উইলমিংটন কান্ট্রি ক্লাবে মধ্যাহ্নভোজের সময় গাড়িবহর নিয়ে গলফ খেলতে যান বাইডেন।
ছবি: রয়টার্স

গলফবিষয়ক ওয়েবসাইট মর্নিং রিডে স্থপতি রবার্ট ট্রেন্ট জোনস বলেন, বাইডেন গলফ খেলতে ভালোবাসেন। তবে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নিজের কথা নিজে বলেন না।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট থাকাকালে গলফ ডাইজেস্ট জো বাইডেনের খেলার দক্ষতা নিয়ে খবর প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে গলফ খেলার প্রথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামাও নিয়মিত গলফ খেলতেন।