বাইডেনের করোনা নেগেটিভ

ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন কোভিড নেগেটিভ। বাইডেনের নির্বাচনী দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায়। গতকালই তাঁর করোনা পরীক্ষার ফল জানা যায়।  

করোনায় সংক্রমিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি সুস্থ আছেন বলে টুইটে জানিয়েছেন।

গতকাল করোনা নমুনা পরীক্ষার ফল আসার পরই বাইডেন মিশিগানে নির্বাচনী সফরে চলে যান। মাস্ক পরিহিত বাইডেন বলেন, ‘আমরা এটা নিশ্চিত করতে চাই যে সবকিছু নিয়ম মেনেই হচ্ছে।’

ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের করোনা শনাক্ত হয়। ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা করোনায় সংক্রমিত হওয়ার পর তাঁদেরও করোনা শনাক্ত হয়। হোয়াইট হাউসেই ট্রাম্প ও মেলানিয়া কোয়ারেন্টিনে থাকবেন বলে প্রথমে জানানো হয়। তবে গতকাল সন্ধ্যায় ট্রাম্পকে মাস্ক পরে হোয়াইট হাউসের বাইরে দেখা যায়। হেলিকপ্টারে করে তাঁকে মেরিল্যান্ডে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়।

বাইডেন তাঁর বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়ার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন।

বাইডেন বলেন, ‘এটা রাজনীতির বিষয় না। এই ভাইরাসকে আমাদের সবার গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটা এমনিতে চলে যাবে না। আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতা দেখানো উচিত।’

গত মঙ্গলবার বাইডেন প্রথম নির্বাচনী বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হন। সেখানে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

শুধু বাইডেন নন, নির্বাচনে তাঁর রানিং মেট সিনেটর কমলা হ্যারিস এবং তাঁর স্বামী ডগলাস এমহোফেরও করোনা নেগেটিভ। তাঁদের নমুনাও গতকাল পরীক্ষা করা হয়।

এই দুজন নেভাদা ও ক্যালিফোর্নিয়ায় তাঁদের প্রচারে যাবেন বলে জানা গেছে।