বিল-মেলিন্ডার যাপিত জীবন

২৭ বছর। সময়টা কম নয়। এতগুলো বছর একে অন্যের হাতে হাত রেখে কাটিয়েছিলেন জীবন। হঠাৎই বিচ্ছেদের ঘোষণা দিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের অন্যতম ধনী। বিল ও মেলিন্ডা মিলে দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ গড়ে তোলেন। দুজনেই ছিলেন কর্মব্যস্ত। তাঁদের কর্মক্ষেত্রও ছিল এক। দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে দুজনে অংশও নিয়েছেন একসঙ্গে। তাঁদের তিন সন্তান রয়েছে। ছবিতে বিল-মেলিন্ডার যাপিত জীবনের একঝলক।

১ / ১৩
দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশনের এক সংবাদ সম্মেলনে বিল গেটস ও মেলিন্ডা গেটস।
ছবি: রয়টার্স
২ / ১৩
আন্তর্জাতিক এইডস কনফারেন্সের সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল মেলিন্ডা গেটস। পাশে বিল গেটস। ছবিটি ২০০৬ সালের ১৩ আগস্টের।
ছবি: রয়টার্স
৩ / ১৩
বেইজিংয়ে অলিম্পিক গেমস উপভোগ করছেন দুজন। ছবিটি ২০০৮ সালের ১০ আগস্টের।
ছবি: রয়টার্স
৪ / ১৩
ব্রাসেলসে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসের বিতর্ক অনুষ্ঠানে দুজন। ২২ জানুয়ারি, ২০১৫।
ছবি: রয়টার্স
৫ / ১৩
প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের বক্তব্য শোনার একফাঁকে। ২০১৭ সালের ২১ এপ্রিল ছবিটি তোলা।
ছবি: রয়টার্স
৬ / ১৩
সান ভ্যালিতে অ্যালেন অ্যান্ড কো–মিডিয়া কনফারেন্সে ২০১৪ সালের ১০ জুলাই অংশ নিয়েছিলেন বিল-মেলিন্ডা। সেখানেই একসঙ্গে হাঁটছেন দুজন।
ছবি: রয়টার্স
৭ / ১৩
নিউইয়র্কে সাক্ষাৎকার দিচ্ছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আর্থিক সহায়তা দিয়েছে। ছবিটি ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারিতে তোলা।
ছবি: রয়টার্স
৮ / ১৩
অ্যালেন অ্যান্ড কোম্পানি সান ভ্যালি কনফারেন্সে ২০১৫ সালের ১১ জুলাই অংশ নেন বিল গেটস ও মেলিন্ডা গেটস।
ছবি: এএফপি
৯ / ১৩
ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে দুজন। ছবিটি ২০১৪ সালের ১৪ জুনের।
ছবি: এএফপি
১০ / ১৩
নিউইয়র্ক সিটির হান্টার কলেজে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস প্যানেলের আলোচনায় দুজন। ছবিটি ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারির।
ছবি: এএফপি
১১ / ১৩
ক্যালিফোর্নিয়ায় টেনিস খেলা দেখছেন দুজন।
ছবি: এএফপি
১২ / ১৩
প্যারিসে এলসি প্যালেসে কমান্ডারস অব দ্য লিজন অব অনার পুরস্কার পাওয়ার পরে দুজন।
ছবি: রয়টার্স
১৩ / ১৩
তিন সন্তানের সঙ্গে বিল গেটস ও মেলিন্ডা গেটস।
ছবি: ইনস্টাগ্রাম