ব্যবসায়ীদের নতুন সংগঠন 'সিএমবিবিসি'
সিএমবিবিসি নামে ব্যবসায়ীদের একটি নতুন সংগঠন যাত্রা করেছে। ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে বাংলাদেশি ব্যবসায়ীদের একটি অংশ এর উদ্যোক্তা। পুরোনো সংগঠন চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনে (সিএমবিবিএ) বিরোধের জেরে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস কমিউনিটি (সিএমবিবিসি) নামের এ সংগঠন যাত্রা করে।
এ সংগঠনের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ লুত্ফুর জানান, সদস্য সংগ্রহের কাজ করছেন তাঁরা। একই সঙ্গে একটি গঠনতন্ত্র তৈরির প্রক্রিয়াও চলমান। ব্রুকলিনের কেনসিংটন এলাকায় জিপকোড ১১২১৮-এর আওতাধীন বাংলাদেশি ব্যবসায়ীদের যে কেউ এই সংগঠনের সদস্য হতে পারবেন। তিনি বলেন, শিগগিরই ব্যবসায়ীদের একটি বিশেষ সভা ডেকে সিএমবিবিসির যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এদিকে বাংলাদেশ সোসাইটির সাবেক সহসভাপতি নজরুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সিএমবিবিএ। সংগঠনটির সভাপতি আবদুর রব চৌধুরীর স্বাক্ষরে চিঠি দিয়ে এ নিয়োগের বিষয়ে জানানো হয়েছে গত ১০ অক্টোবর।