ব্রুকলিনে ক্লাবে গুলি, নিহত ৪

নিউইয়র্কের ব্রুকলিন বরোতে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন। কে বা কতজন বন্দুকধারী ক্লাবে এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে পুলিশ তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ অক্টোবর সকালে ব্রুকলিনে ক্রাউন হাইটস সেকশনের উটিকা অ্যাভিনিউয়ে একটি সোশ্যাল ক্লাবে এই হামলার ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ওই দিন সকাল সাতটার আগে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১২ অক্টোবর একটি হিপ-হপ ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল। হামলাকারীদের সংখ্যা কত ছিল, তা এখনো জানা যায়নি। আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) মুখপাত্র ব্রায়ান মাগুলাঘান বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। হামলার উদ্দেশ্য কী, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। 

এনওয়াইপিডির টহল পুলিশ প্রধান রডনি কে হ্যারিসন ও গোয়েন্দা প্রধান ডারমট এফ শেয়া বলেন, হামলাকারীদের গুলিতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন।