মার্কিন সামরিক একাডেমিতে নকল করে ধরা অর্ধশতাধিক ক্যাডেট

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্ট সামরিক অ্যাকাডেমির লোগো
ছবি: ফেসবুক

যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টের অর্ধশতাধিক ক্যাডেট পরীক্ষায় নকল করে ধরা পড়েছেন।

ওয়েস্ট পয়েন্ট সামরিক একাডেমির মুখপাত্র সোমবার সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিকট ইতিহাসে কোনো সামরিক একাডেমিতে ক্যাডেটদের নকল করার এত বড় ঘটনা এই প্রথম সামনে এল।

করোনার কারণে একাডেমিতে ‘রিমোট’ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। গণিত পরীক্ষায় নকল করার অভিযোগে মোট ৭৩ জন ক্যাডেট ধরা পড়েন। প্রাথমিক তদন্তের পর দুজনকে ছাড় দেওয়া হয়। এই দুজনের বিরুদ্ধে নকল করার প্রমাণ পাওয়া যায়নি।

একাডেমির মুখপাত্র লে. কর্নেল ক্রিস ওফার্ড জানান, মে মাসে পরীক্ষাটি হয়। নকলের বিষয়টি এখন ধরা পড়েছে। অভিযুক্ত ক্যাডেটরা সবাই একই ভুল করেছেন। অধিকাংশ ক্যাডেট দোষ স্বীকার করেছেন।

এখন পর্যন্ত ৫৯ জন ক্যাডেট দোষ স্বীকার করেছেন। যেসব ক্যাডেট দোষ স্বীকার করেছেন, তাঁদের একাডেমির ছয় মাসের পুনর্বাসন শিক্ষা কার্যক্রমে পাঠানো হয়েছে। এসব ক্যাডেট তাঁদের শিক্ষা কার্যক্রমের বাকি সময় প্রবেশনে থাকবেন।

যেসব ক্যাডেট নিজেদের নির্দোষ দাবি করেছেন, তাঁদের বিষয়ে সামরিক বোর্ডে শুনানি হবে।

একজন ক্যাডেট কখনো মিথ্যা বলবেন না, কারচুপি-চুরিতে নিজেকে জড়াবেন না, এমন কোনো কাজ সহ্যও করবেন না—নৈতিকতার এমন শপথ নিতে হয় সামরিক অ্যাকাডেমির ক্যাডেটদের। কোনো ক্যাডেট এই শপথ ভঙ্গ করলে তাঁকে কঠিন শাস্তি পেতে হয়।

সামরিক অ্যাকাডেমি হিসেবে ওয়েস্ট পয়েন্ট সম্মানজনক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। এই অ্যাকাডেমিতে বেশ কয়েক দশক আগে বড় ধরনের নকলের ঘটনা ধরা পড়েছিল।