মিশিগান সফর করলেন জিল বাইডেন

মিশিগান গ্র্যান্ড র‌্যাপিডস কমিউনিটি কলেজে ভ্যাকসিন ক্লিনিকে বক্তব্য রাখছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন
ছবি: রয়টার্স

দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি নিয়ে সফরের অংশ হিসেবে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য সফর করেছেন।

২৭ মে মিশিগান শহরতলির গ্র্যান্ড র‌্যাপিডস কমিউনিটি কলেজ সফর শেষে জিল বাইডেন মিসৌরির কানসাস সিটির মেট্রোপলিটন কমিউনিটি কলেজ পরিদর্শন করেন।

আপনি যদি এখনো করোনার টিকা না নিয়ে থাকেন, তাহলে এখন সময় এসেছে, টিকা নিয়ে নিন। নিজের জন্য না চাইলেও অন্যের জন্য হলেও টিকা নিন
জিল বাইডেন, ফার্স্ট লেডি

মিশিগান সফরকালে জিল বাইডেন বলেছেন, আপনি যদি এখনো করোনার টিকা না নিয়ে থাকেন, তাহলে এখন সময় এসেছে, টিকা নিয়ে নিন। নিজের জন্য না চাইলেও অন্যের জন্য হলেও টিকা নিয়ে নিন। করোনার টিকা সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ।

ফার্স্ট লেডি বলেন, আমাদের দেশকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। স্কুল চালু করতে হবে।

মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে গেরাল্ড আর. ফোর্ড ইন্টারন্যাশনাল বিমানবন্দরে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে স্বাগত জানান রাজ্যের রিপাবলিকান আইনপ্রণেতা পিটার মেইজার
ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট জো বাইডেনের লক্ষ্য আগামী ৪ জুলাইর মধ্যে যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ মানুষকে অন্তত এক ডোজ করোনার টিকা দেওয়া। রাষ্ট্রীয় তথ্য বলছে, ২৭ মে পর্যন্ত মিশিগানে ১৬ বছরের বেশি বয়সীদের মধ্যে ৫৮ শতাংশের বেশি জনসংখ্যা অন্তত এক ডোজ টিকা নিয়েছে।

গ্র্যান্ড র‌্যাপিডস কমিউনিটি কলেজের সভাপতি বিল পিঙ্কের সঙ্গে কথা বলছেন ফার্স্ট লেডি জিল বাইডেন
ছবি: রয়টার্স

এ সময় মিশিগানের রিপাবলিকান আইনপ্রণেতা পিটার মেইজার সবাইকে টিকা নিতে উৎসাহিত করে বলেছেন, কয়েক হাজার আমেরিকান কোভিডে প্রাণ হারিয়েছেন, তাঁদের কথা চিন্তা করে টিকা নেওয়া প্রয়োজন। তবে করোনার টিকা নিজস্ব সিদ্ধান্তে নেওয়া উচিত।

গ্র্যান্ড গ্র্যান্ড র‌্যাপিডস কমিউনিটি কলেজের সভাপতি বিল পিঙ্ক বলেছেন, ফার্স্ট লেডি জিল বাইডেনের সফরে তিনি সম্মানিত হয়েছেন, তবে অবাক হননি। কারণ আমরা কী করি ফার্স্ট লেডি জানেন, তিনি আমাদের কাজের অংশ ছিলেন।