মিশিগানে করোনার দক্ষিণ আফ্রিকার ধরন

করোনাভাইরাস
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো একজন কিশোর দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরনে সংক্রমিত হয়েছে।

৮ মার্চ রাতে মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস জানিয়েছে, রাজ্যের জ্যাকসন কাউন্টির বাসিন্দা এক কিশোর দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া কোভিড ১৯ বি.১.৩৫১ নামে করোনার নতুন ধরনে সংক্রমিত হয়েছে। রাজ্য ব্যুরো অব ল্যাবরেটরিজ বিষয়টি নিশ্চিত করেছে। ওই কিশোরের সংস্পর্শে এসে আরও কেউ সংক্রমিত হয়েছে কিনা, তা রাজ্যের সংশ্লিষ্ট বিভাগ তদন্ত করছে।

মিশিগানের চিফ মেডিকেল অফিসার জে. খালেদুন বলেছেন, মিশিগানে করোনার এই নতুন ধরন শনাক্ত হওয়ায় আমরা উদ্বিগ্ন। তবে বিষয়টি অপ্রত্যাশিত নয়। আমরা মিশিগানবাসীকে মাস্ক পরতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, ভিড় এড়িয়ে চলতে এবং বৈজ্ঞানিক গবেষণাভিত্তিক পদ্ধতি অনুসরণ করতে বলছি। এতে করোনা সংক্রমণ হ্রাস পাবে।

মিশিগানের চিফ মেডিকেল এক্সিকিউটিভ জে. খালদুন
ছবি: মিশিগান রাজ্য প্রশাসনের ওয়েবসাইট থেকে নেওয়া

দক্ষিণ আফ্রিকায় গত অক্টোবরের প্রথম দিকে করোনার এই নতুন ধরন (কোভিড ১৯ বি.১.৩৫১) শনাক্ত হয়। পরে এটি যুক্তরাজ্যে ছড়িয়েছে যা বি.১.১.৭ নামে পরিচিত। এটি আগের করোনার চেয়ে বেশি সংক্রামক হবে বলে ধারণা করা হচ্ছে।

সিডিসির ওয়েবসাইট বলছে, করোনার বি.১.৩৫১ ধরনে সংক্রমিত রোগীদের ক্ষেত্রে বর্তমানে যে টিকা দেওয়া হচ্ছে, তা কতটুকু কার্যকর বা সুরক্ষা করবে তা অজানা। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৭০ জনের। আর সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ১৪ জন।