মিশিগানে করোনার ভারতীয় ধরন

করোনাভাইরাস
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো এক ব্যক্তি ভারতে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনে সংক্রমিত হয়েছেন।

গত ৩০ এপ্রিল মিশিগান স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের মুখপাত্র বব হুইটন বলেন, ক্লিনটন কাউন্টির এক ব্যক্তি করোনার ভারতীয় ধরন বি.১.৬১৭ এ সংক্রমিত হয়েছেন। এটি মিশিগানে শনাক্ত হওয়া করোনার ষষ্ঠ ধরন।

এদিকে ২৯ এপ্রিল পর্যন্ত মিশিগানে যুক্তরাজ্যের বি.১. ১.৭ ধরনে ৫ হাজার ৬১৬ জন সংক্রমিত হয়েছেন। আর দক্ষিণ আফ্রিকার ধরনে সংক্রমিত হয়েছেন ২৬ জন। ব্রাজিল থেকে আসা পি.১ ধরনটি বে কাউন্টির একজন বাসিন্দার শরীরে প্রথম শনাক্ত হয়। এই ধরনে বর্তমানে ৬৬ জন সংক্রমিত হয়েছেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার করোনার দুটি ধরন বি.১. ৪২৭ ও বি.১. ৪২৯-এ ২৩১ জন সংক্রমিত হয়েছেন।

ওয়েইন কাউন্টিতে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে বি.১. ১.৭ ধরনের। এই ধরনে আক্রান্তের সংখ্যা ৫৫৬ এর বেশি। ওয়েইন, ওয়াশটেনা, ম্যাকম্ব এবং জেনেস কাউন্টিতে যুক্তরাষ্ট্রে শনাক্ত ছয়টি ধরনের মধ্যে পাঁচটি ধরনের উপস্থিতি রয়েছে। ক্লিনটন কাউন্টিতে করোনার সবগুলো ধরন শনাক্ত হয়েছে।