মিশিগানে কর্মী সংকটে ব্যবসায়ীরা বিপাকে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দক্ষ কর্মীর সংকট চলছে। কর্মী সংকটের কারণে বিপাকে পড়েছেন রাজ্যের ব্যবসায়ীরা।

ফ্রান্সে পর্যাপ্ত চাকরি না থাকায় জেনেভিভ ভ্যাং নামের একজন নারী ৩০ বছর আগে যুক্তরাষ্ট্রে চলে আসেন। মিশিগানের মেট্রো ডেট্রয়েটে দুটি রেস্তোরাঁর মালিক তিনি। করোনা মহামারিতে বন্ধ ছিল রেস্তোরাঁ। কিন্তু করোনায় জারি করা স্বাস্থ্যবিধি শিথিল করায় এখন ব্যবসা তিন গুন বৃদ্ধি পেয়েছে। এই সময়ে এসে কর্মী সংকটে পড়েছেন জেনেভিভ ভ্যাং। ব্যবসা চালানোর মতো পর্যাপ্ত দক্ষ কর্মী খুঁজে পাচ্ছেন না তিনি। এ জন্য তাঁকে বাধ্য হয়ে ডেট্রয়েটের রেস্তোরাঁয় লাঞ্চ বন্ধ রাখতে হচ্ছে এবং খাবারের মেন্যু থেকেও কিছু মেন্যু বাদ দিতে হচ্ছে।

ডিয়ারবর্নের ব্যাংকক ৯৬ ও ডেট্রয়েটে ব্যাংকক স্ট্রিট ফুডের মালিক ভ্যাং বলেন, আকস্মিকভাবে সম্প্রতি ব্যবসায় প্রতিদিনই আকাশ ছোঁয়া সাফল্য আসছে। তবে সমস্যাটা হয়েছে, এখন আর কেউ কাজ করতে চাচ্ছে না।

শ্রমিক সংকট মিশিগানসহ যুক্তরাষ্ট্রে নিয়োগ কর্তাদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। মহামারিতে স্বল্প বেতনের অনেক শ্রমিক এখন ঘরে বসেই বেকার ভাতা পাচ্ছেন। তাঁরা বাইরে বের হয়ে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াতে চান না।

বদ্ধ স্থানে কয়েকটি শিফট, কম মজুরি এবং টিপসেও পার্থক্য ঘটে। এর কারণে এই কাজ তেমন একটা আকর্ষণীয় নয়।

ক্যান্টন টাউনশিপের জাস্টিন হ্যারিস করোনার কারণে গত নভেম্বর মাসে কাজ করা বন্ধ করে দেন। এখন তিনি আর কঠোর পরিশ্রমের কাজে ফিরে আসতে চান না।

জাস্টিন হ্যারিস বলেন, শীতের সময় আমি কখনো কাজের দিনে সূর্য দেখতে পাই না তবে এখন দেখছি, এখন আমি যা ইচ্ছা তাই করতে পারছি বা উপভোগ করতে পারছি।

ব্যবসায়ী নেতারা বলছেন, মহামারিতে তাঁদের যে ক্ষতি হয়েছিল সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা শ্রমিক সংকটের কারণে ভেস্তে যেতে বসেছে।