মিশিগানে গভর্নর পদে লড়তে চান ডেট্রয়েট পুলিশ প্রধান

ডেট্রয়েটের পুলিশ প্রধান জেমস ক্রেগ
ছবি: টুইটার থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গভর্নর পদের নির্বাচনে বর্তমান গভর্নর গ্রিচেন হুইটমারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ডেট্রয়েটের পুলিশ প্রধান জেমস ক্রেগ।

জেমস ক্রেগ গত এক বছর ধরে মহামারি, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন এবং ডেট্রয়েট শহরে সহিংসতার ঘটনা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। তিনি পুলিশ বিভাগ থেকে অবসর নিয়ে আগামী সপ্তাহে গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করবেন বলে জানা গেছে।

৭ মে রাজ্যের একজন শীর্ষস্থানীয় রিপাবলিকান কর্মকর্তা বলেছেন, ক্রেগ বর্তমান ডেমোক্র্যাট গভর্নর গ্রিচেন হুইটমারের বিরুদ্ধে রিপাবলিকান দলের হয়ে গভর্নর পদে লড়াই করবেন।

মিশিগান অঙ্গরাজ্যের বর্তমান গভর্নর গ্রিচেন হুইটমার
ছবি: রয়টার্স

মিশিগানের রিপাবলিকান দলের কো-চেয়ার মেশাভান মাদডক বলেছেন, হুইটমার খুব বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী। মিশিগান রিপাবলিকানরা হুইটমারকে পরাস্ত করতে জেমস ক্রেগের মতো নেতাদের পক্ষে খুব কঠোর পরিশ্রম করার জন্য নামতে প্রস্তুত।

ক্রেগ বলেন, ‘আমি সরকারি কর্মচারী এবং আমি আপনাদের জন্য সেবা চালিয়ে যেতে চাই।’

জেমস ক্রেগ ২০২২ সালে গভর্নর গ্রিচেন হুইটমারের বিপক্ষে নির্বাচনের জন্য রিপাবলিকান হয়ে মনোনয়ন চাইবেন বলে রাজ্যে আগে থেকেই প্রচার চালানো হয়েছিল

ক্রেগ ডেট্রয়েট শহরের বাসিন্দা। ১৯৭৭ সালে তিনি পুলিশ বিভাগে যোগ দেন। তিনি লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগেও ২৮ বছর কাজ করেছেন। ২০১৩ সালে ডেট্রয়েটে ফিরে আসার আগে তিনি পোর্টল্যান্ড, মেইন পুলিশ প্রধান এবং দুই বছর সিনসিনাটি পুলিশ প্রধান হিসেবে কাজ করেছেন।

জেমস ক্রেগ ২০২২ সালে গভর্নর গ্রিচেন হুইটমারের বিপক্ষে নির্বাচনের জন্য রিপাবলিকান হয়ে মনোনয়ন চাইবেন বলে রাজ্যে আগে থেকেই প্রচার চালানো হয়েছিল।