মিশিগানে বাংলা কমেডি ক্লাবের যাত্রা শুরু

মিশিগানে কমেডি ক্লাবের যাত্রা শুরুর অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করছেন এক ব্যক্তি। ছবি: সংগৃহীত
মিশিগানে কমেডি ক্লাবের যাত্রা শুরুর অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করছেন এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলা কমেডি ক্লাবের যাত্রা শুরু হয়েছে। রচেস্টার শহরে স্থানীয় বাংলাদেশিদের নিয়ে এ সংগঠন গঠিত হয়। অতি সম্প্রতি ক্লাবের যাত্রা শুরুর সন্ধ্যায় অর্ধ শতাধিক বাংলা ভাষাভাষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিয়মিতভাবে কমেডি শো করার আশাবাদ ব্যক্ত করা হয়। এ বছরের মাঝামাঝি সময়ে বড় পরিসরে কমেডি নাইট করার জন্য বাংলাদেশের ‘স্ট্যান্ড আপ কমেডির’ সেলিব্রিটি নাভিদ মাহমুদের উপস্থিতি নিশ্চিত করা হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে।
উদ্বোধনী এ আয়োজনে সংগঠনের প্রধান উদ্যোক্তা রাহাত খান স্বাগত বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি শুরুতে রসিক বাংলার সব মজার কৌতুক নিয়ে হাজির হন অনন্ত সাইফ, জাফরি আল কাদরী, আবু আশরাফ, সৈয়দ আশফাক রব, আবদুল মতিন, শামিম শহীদ, মাহমুদুল খান আপেল, আমিন শরফুজ্জামান (পুলক)। সর্বশেষ কৌতুক পরিবেশন করেন রাহাত খান।
অনুষ্ঠানে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকলেও কেউ কৌতুক উপস্থাপন করেননি। আয়োজকেরা আশা করেন ভবিষ্যতে মহিলা দর্শকের পাশাপাশি তাদের পারফরম্যান্স ও করতে দেখা যাবে।