মিশিগানে ১৬ বছর বয়স থেকে সবাই টিকা পাবেন

মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ১৬ বছর বয়স থেকে সবাই করোনার টিকা পাওয়ার যোগ্য হবেন বলে জানিয়েছেন রাজ্য গভর্নর গ্রিচেন হুইটমার। ১২ মার্চ এক বিবৃতিতে গভর্নর এই ঘোষণা দিয়েছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব রাজ্যকেই আগামী ১ মের মধ্যে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

গভর্নরের বিবৃতিতে বলা হয়েছে, ১৬ থেকে ৪৯ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা ২২ মার্চ থেকে টিকা নিতে পারবেন। আর ৫০ থেকে ৬৪ বছর বয়সীরা পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী টিকা পেতে শুরু করেছেন। ৮ মার্চ থেকে এই টিকা দেওয়া শুরু হয়েছে। ২২ মার্চ থেকে ৫০ বছর বা তার বেশি বয়সী সবার জন্য টিকা উন্মুক্ত করা হবে।

হুইটমার বলেছেন, করোনার টিকা সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায়। এই টিকা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এবং অর্থনীতিকে সচল করতে সাহায্য করবে।