মুরগি কিনতে গিয়ে খুলল কপাল

প্রতীকী ছবি: রয়টার্স

মুরগি কিনতে স্বামীকে দোকানে পাঠিয়েছিলেন মার্কিন এক নারী। তাঁর স্বামী দোকানে গিয়ে ঘরে ফিরলেন লটারির টিকিট হাতে। আর এতেই তাঁদের কপাল খুলেছে। লটারিতে জিতে নিয়েছেন লাখ ডলার। এ ঘটনা অনলাইনে বেশ সাড়া ফেলেছে।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের। স্থানীয় সময় গত মঙ্গলবার মার্কিন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, এক লাখ ডলারের জ্যাকপট লটারি জেতা ওই দম্পতি মেরিল্যান্ডের হ্যাগারসটাউন শহরে বাস করেন। তবে তাঁদের নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমকে এক লাখ ডলারের লটারি জেতা ওই ব্যক্তি জানান, রাতের খাবার তৈরির জন্য বাড়িতে মুরগি ছিল না। তাই তাঁর স্ত্রী তাঁকে বাড়ির পাশের মার্টিনস স্টোরে মুরগি কিনতে পাঠান। সেখানে গিয়ে লটারির ভেন্ডিং মেশিনের ওপর তাঁর চোখ আটকে যায়। ১০ ডলার দিয়ে একটি মেগা মিলিয়ন লটারির টিকিট ও ১০ ডলার দিয়ে আরও একটি স্ক্র্যাচ–অফ লটারির টিকিট কেনেন তিনি।

ওই ব্যক্তি বলেন, ‘আশা করেছিলাম, অন্তত ১০ ডলারের ন্যূনতম একটি পুরস্কার পাব। তাতে লটারি কেনার অর্থ উঠে আসবে। কিন্তু ড্রয়ের পর দেখা গেল, এক লাখ ডলারের পুরস্কার জিতে গেছি। এটা খুবই অবাক করার বিষয়। আমরা খুবই খুশি।’

লাখ ডলার লটারি জেতার অর্থ দিয়ে কী করবেন? ওই দম্পতির কাছে এমন প্রশ্ন রেখেছিলেন সাংবাদিকেরা। জবাবে তাঁরা জানান, পরিবার নিয়ে অবকাশে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁদের। সেই কাজে এই অর্থের বেশিরভাগ ব্যয় হতে পারে। এ ছাড়া তাঁদের পরিবারের কিছু ঋণ রয়েছে। সেটিও পরিশোধ করা হবে। বাড়ি মেরামত আর নতুন একটি টিভি কিনতেও লটারির অর্থের কিছুটা খরচ করবেন তাঁরা।