মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের জরুরি সভায় উপস্থিত ব্যক্তিবর্গ
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের জরুরি সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

এস্টোরিয়া হালাল কিচেন রেস্টুরেন্টে সন্ধ্যা ২৬ ডিসেম্বর ৬টায় মৌলভীবাজার ডিসট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় | অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান ফজলুর সভায় সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান পরিচালিত এই সভায় আরও উপস্থিত ছিলেন এম, এ, সালাম, মামুনুর রশিদ শিপু, হাজী মো. ইকবাল, ফজলুর রহমান, সাঈদ আব্দুল হামজা, নাসির আহমদ, শাহ এম রহমান, আলম উদ্দিন,
মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ আর মিয়া, মো. জাকির, ময়নুল ইসলাম, মিজানুর রহমান, জুবায়ের খান জুয়েল, শাহ জাবের আহমেদ, মো. টি আলী ও প্রমুখ।
সভায় সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভাপতি জনাব ফজলুর রহমান ফজলু বাংলাদেশে যাবেন বলে তাঁর অনুপস্থিতিতে জনাব আবু সাঈদ হামজাকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। ভারপ্রাপ্ত সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন।