ম্যানহাটনের ফরটিন স্ট্রিটে কার চলবে না
নিউইয়র্ক নগরের ট্রাফিক সমস্যা দূর করতে ডাউন টাউনের ফরটিন স্ট্রিটে কার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শীর্ষস্থানীয় একজন ট্রানজিট কর্মকর্তা বলছেন, মানুষকে বাস চলাচলে উৎসাহিত করতে এবং বাস চলাচল বৃদ্ধির লক্ষ্যে এটি সূচনা মাত্র। নিউইয়র্ক সিটির ফরটিন স্ট্রিটে সব রকমের কার চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নগরের নবম থেকে তৃতীয় অ্যাভিনিউয়ের মধ্যে ফরটিন স্ট্রিটে সব ধরনের কার চলাচলের নিষেধাজ্ঞা খুব
দ্রুত কার্যকর হচ্ছে। ১০ অক্টোবর সকালে নগরের শীর্ষ পরিবহন কর্মকর্তা জানিয়েছেন, বাসের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে পরীক্ষামূলকভাবে নগরের ফরটিন স্ট্রিটে সব ধরনের কার চলাচল বন্ধ করে দেওয়া হবে। এটিকে মডেল করে পরে ধীরে ধীরে আরও অন্যান্য রাস্তায় কার চলাচল বন্ধ করা হবে বলা হচ্ছে।
ম্যানহাটনে এক সংবাদ সম্মেলনে পরিবহন কমিশনার পলি ট্রটেনবার্গ বলেছেন, নবম থেকে তৃতীয় অ্যাভিনিউ—এই পথের মধ্যে ফরটিন স্ট্রিট থেকে প্রায় সব গাড়ি ও যান চলাচল নিষিদ্ধ করায় সিটির ট্র্যাফিক সমস্যা সমাধানে বেশ সহায়তা করবে। শহরের অন্যান্য জায়গায়ও অনুরূপ বিধিনিষেধ আরোপ করার পরিকল্পনা চলছে। বাস চালকেরা প্রতিদিন ফরটিন স্ট্রিট থেকে বাসে ২৭ হাজার ট্রিপ দিয়ে থাকে। ৩ অক্টোবর কার চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে নগর কর্মকর্তাদের মতে, বাসের গতিও ৩০ শতাংশ বেড়েছে।