যুক্তরাষ্ট্রে এবার শেষকৃত্য অনুষ্ঠানে বন্দুক হামলা!

একটি বন্দুক হামলার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে এবার এক ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠানে বন্দুক হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। উইসকনসিন অঙ্গরাজ্যের একটি সমাধিক্ষেত্রে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার গুলি চালিয়ে কয়েকজনকে আহত করেন বন্দুকধারী। খবর এএফপির।

এক টুইটারে রেসিন পুলিশ বিভাগ বলেছে, ‘বেলা ২টা ২৬ মিনিটে গ্রেসল্যান্ড সমাধিক্ষেত্রে একাধিক গুলিবর্ষণ করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় তৎপরতা চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ডা’শনটে এল কিং সিনিয়র নামের এক ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠানে ওই বন্দুক হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। গত মার্চে পুলিশের হাতে এই ব্যক্তি নিহত হন।

আরও পড়ুন

বন্দুক সহিংসতায় জর্জর যুক্তরাষ্ট্র গত মাসে দুটি মারাত্মক নির্বিচার গুলির ঘটনার শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে। টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ২১ জন নিহত হন, যাদের ১৯ জনই শিশু। নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে অপর বন্দুক হামলায় নিহত হন ১০ জন।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ‘যথেষ্ট হয়েছে’ মন্তব্য করে বন্দুক হামলার লাগাম টানতে ব্যবস্থা গ্রহণে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অ্যাসল্ট ওয়েপনস নিষিদ্ধ করা, আবেদনকারীর অতীত বৃত্তান্ত বিস্তৃত খতিয়ে দেখা এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের অন্যান্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে বক্তব্য দিচ্ছিলেন বাইডেন। টেক্সাসের একটি স্কুলে, নিউইয়র্কের একটি মুদিদোকানে এবং ওকলাহোমায় একটি হাসপাতালে সাম্প্রতিক বন্দুক হামলায় স্তব্ধ দেশ, আর কত প্রাণের বিনিময়ে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র আইন পরিবর্তন আসবে বলে প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন

বাইডেন বলেন, ‘ঈশ্বরের দোহাই, আমরা আর কত হত্যাযজ্ঞ মেনে নিতে রাজি আছি?’
বন্দুক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবি জোরদার হচ্ছে। বিশেষ করে টেক্সাসে গুলি করে ১৯ শিশু শিক্ষার্থী ও ২ শিক্ষককে হত্যার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রভাবশালী অনেক মার্কিন রাজনীতিবিদ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন।