যুক্তরাষ্ট্রে সংগীত উৎসবে হুড়োহুড়ি, নিহত ৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সংগীত উৎসবে হুড়োহুড়িতে কমপক্ষে আটজন নিহত হয়েছে
ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সংগীত উৎসবে হুড়োহুড়িতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে অঙ্গরাজ্যের হাউস্টন শহরে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

হাউস্টনের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান স্যামুয়েল পেনা এক সংবাদ সম্মেলনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অ্যাস্ট্রোওয়ার্ল্ড সংগীত উৎসবে মঞ্চের সামনের দিকে যেতে ধাক্কাধাক্কি শুরু হয়। এর জের ধরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে হুড়োহুড়িতে অনেকেই আহত হন।

স্যামুয়েল পেনা আরও বলেন, শুক্রবার রাতে অন্তত আটজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসকদের নিরীক্ষার আগপর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে না। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন। ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএনের অধিভুক্ত টেলিভিশন চ্যানেল কেটিআরকে টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হাজারো মানুষ একটি ফটক দিয়ে অ্যাস্ট্রোওয়ার্ল্ড সংগীত উৎসবে প্রবেশ করছেন। সেখানে থাকা নিরাপত্তাকর্মীরাও তাঁদের থামাতে পারছিলেন না। পরে অশ্বরোহী নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার শুরু হয়ে আজ শনিবার পর্যন্ত উৎসবটি চলার কথা রয়েছে। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, অ্যাস্ট্রোওয়ার্ল্ড সংগীত উৎসবে শুক্রবার ৫০ হাজার জন অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে আহত প্রায় ৫০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।