যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে নিহত ১

স্থানীয় সময় সোমবার বিকেলে টেনেসি অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে গুলিতে একজন নিহত হয়েছে
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে গুলিতে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহত ব্যক্তির পরিচয় জানায়নি পুলিশ। তবে তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত ব্যক্তি একজন কিশোর। সে শিক্ষার্থী ছিল।

এএফপির খবরে জানা যায়, গতকাল সোমবার স্থানীয় সময় বেলা সোয়া তিনটার দিকে অঙ্গরাজ্যের অস্টিন-ইস্ট ম্যাগনেট হাইস্কুলে এ ঘটনা ঘটে। স্কুলটি অঙ্গরাজ্যের নক্সভিল শহরে অবস্থিত।

নক্সভিল পুলিশের বিবৃতির বরাত দিয়ে স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

নক্সভিল পুলিশ জানায়, সম্ভাব্য এক অস্ত্রধারী স্কুলের ভেতরে রয়েছে বলে তারা জানতে পারে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। অস্ত্রধারীর দিকে অগ্রসর হলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন নক্সভিল পুলিশের এক কর্মকর্তা। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা গুরুতর নয়।

পুলিশ জানায়, গুলির পর ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তি একজন কিশোর। সে শিক্ষার্থী ছিল।

স্থানীয় গণমাধ্যমের খবরে আরও জানানো হয়, ওই অস্ত্রধারী ছাত্র স্কুলের শৌচাগারে অবস্থান করছিল। পুলিশ শৌচাগারে ঢুকলে সে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। স্কুলটি আজ মঙ্গলবার ও কাল বুধবার বন্ধ থাকবে। এ সময় অনলাইনেও ক্লাস হবে না।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার কয়েকটি নির্বাহী আদেশ জারি করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন তিনি আমেরিকার আগ্নেয়াস্ত্র–সহিংসতাকে মহামারির সঙ্গে তুলনা করেন। বলেন, বিষয়টি আমেরিকার জন্য আন্তর্জাতিকভাবে বিব্রতকর হয়ে উঠেছে। বাইডেনের এ-সংক্রান্ত ঘোষণার পরও দেশটিতে একাধিক গুলির ঘটনা ঘটল।