যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

একটি ট্রাকের সঙ্গে যাত্রী বহনকারী এসইউভি কারের সংঘর্ষ হয়
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে মেক্সিকো সীমান্তসংলগ্ন এল সেনত্রো এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার একটি ট্রাকের সঙ্গে যাত্রী বহনকারী এসইউভি কারের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটেছে। খবর এএফপির।

এল সেনত্রো আঞ্চলিক মেডিকেল সেন্টারের কর্মকর্তা জুডি ক্রুজ জানান, দুর্ঘটনার সময় যাত্রীবাহী গাড়িটিতে শিশুসহ দুই ডজনের বেশি মানুষ ছিল। এ সময় নুড়িপাথরবোঝাই একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দিলে তা দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল দলের সদস্য ওমর ওয়াটসন জানান, দুর্ঘটনাস্থলে ১২ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে আনা হলে আহত আরও একজনের মৃত্যু হয়। নিহতদের তালিকায় যাত্রীবাহী গাড়িটির ২২ বছর বয়সী চালক রয়েছেন। নিহতদের বয়স ২০–৫৫ বছরের মধ্যে। আহত একজনের বয়স ১৬ বছরের কম। দুর্ঘটনায় ট্রাকটির ৬৯ বছর বয়সী চালকও আহত হয়েছেন।

দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল দলের সদস্য ওমর ওয়াটসন
ছবি: এএফপি

নিহতদের মধ্যে অন্তত ১০ জন মেক্সিকোর নাগরিক বলে দেশটির সরকার জানিয়েছে। দুর্ঘটনাস্থলটি মেক্সিকো সীমান্ত থেকে মাত্র ১০ মাইল দূরে। এ জায়গাটি মেক্সিকান অভিবাসী ও শ্রমিকদের ক্যালিফোর্নিয়ার কৃষিপ্রধান এলাকাগুলোয় যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করা হয়।

জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের তৈরি যাত্রীবাহী এসইউভি কারের ধারণক্ষমতা আটজন। তবে দুর্ঘটনার শিকার গাড়িটিতে শিশুসহ প্রায় ২৮ জন যাত্রী ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়িটির গন্তব্য ও যাত্রীদের বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।