যুক্তরাষ্ট্রে হোটেলে গুলি, নিহত ১

লাশ
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি হোটেলে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বুধবার স্থানীয় সময় মধ্যরাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

ঘটনার পর টুইটারে একটি পোস্ট করেছে ওয়াশিংটন ডিসি পুলিশ কার্যালয়। সেখানে বলা হয়, ‘ডেজ ইন’ নামের ওই হোটেলে হামলায় পাঁচজনের শরীরে গুলি লাগে। তাঁদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা গুরুতর আহত একজনকে মৃত ঘোষণা করেন। হতাহতদের সবাই নারী।

পুলিশের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, গুলির খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। আবাসিক এলাকায় অবস্থিত ওই হোটেলে ঘটনার সময় পার্টি চলছিল। একই এলাকায় বেশ কয়েকটি দেশের দূতাবাসও রয়েছে।

স্থানীয় একটি গণমাধ্যমকে পুলিশ কর্মকর্তা ডানকান বেডলিওন জানান, এর আগেও তাঁরা স্থানীয়দের কাছ থেকে হোটেলটি নিয়ে অভিযোগ পেয়েছিলেন। বলা হয়েছিল, হোটেলটির সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে।

এদিকে বৃহস্পতিবারের হামলার পর ঘটনাস্থল বেশ কয়েক ঘণ্টার জন্য ঘিরে রাখে পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।