রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাঁর প্রচার শিবিরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। মঙ্গলবার সিবিএস নিউজ এই তথ্য জানায়।

ট্রাম্পের প্রচার শিবিরের ওই কর্মকর্তা জানান, প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রেসিডেন্ট মঙ্গলবার রাতে ভাষণ দেবেন। যদি নিজেকে বিজয়ী ঘোষণা করার মতো অবস্থা না–ও থাকে, তবু তিনি তাঁর নিজস্ব কিছু ব্যাখ্যা-বিবরণ দেবেন।

হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে ট্রাম্প তাঁর ভাষণ দেবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এদিকে হোয়াইট হাউসের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ান কনওয়ে বলেছেন, মঙ্গলবার রাত বা বুধবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে একটি বিবৃতি দেবেন।

এবিসি নিউজকে কনওয়ে বলেন, ‘আজ রাতে আপনারা প্রেসিডেন্টের কাছ থেকে তাঁর কথা শুনতে পারবেন।’

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোট নেওয়া হয়। এখন চলছে ভোট গণনা।

ফলাফলের পূর্বাভাসে এখন পর্যন্ত ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ করা যাচ্ছে।

নির্বাচনের ফলাফলের প্রাথমিক প্রবণতা নিয়ে, ডেমোক্র্যাটদের বিভিন্ন কথাবার্তা নিয়ে রিপাবলিকান শিবিরে অসন্তোষ তৈরি হয়েছে বলে ট্রাম্পের একাধিক জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন। তাঁদের মতে, ডেমোক্র্যাটদের কিছু কথা বিভ্রান্তিকর। এ বিষয়ে ট্রাম্প কথা বলতে পারেন।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের দিন গভীর রাতে ট্রাম্প ভাষণ দিয়েছিলেন। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে বিস্ময়করভাবে হারানোর পর সে সময় ট্রাম্প মধ্যরাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।