রুপার্ট মারডকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জেরি হলের

মিডিয়া মোগল রুপার্ট মারডক
ছবি: রয়টার্স

মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডকের (৯১) সঙ্গে অভিনেত্রী ও সাবেক সুপারমডেল জেরি হল (৬৫) বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। বিবাহবিচ্ছেদের আবেদনে জেরি হল ক্যালিফোর্নিয়ার আদালতে স্বামীর সঙ্গে ‘অমীমাংসিত পার্থক্য’ উল্লেখ করে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন। খবর বিবিসির

বিয়ের ছয় বছরের মাথায় এ দম্পতির বিচ্ছেদ হচ্ছে। ২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় রুপার্ট মারডক আর জেরি হলের। রুপার্ট মারডকের এটি চতুর্থ বিচ্ছেদ। আর ৬৫ বছরের জেরি হল এর আগে বিয়ে করেছিলেন রোলিং স্টোনের মাইক জ্যাগারকে। জ্যাগারের সঙ্গে বিচ্ছেদের পরই মারডকের সঙ্গে বিয়ে হয় জেরির। দুজনের বিবাহবিচ্ছেদের খবর পরিবারের লোকজনের কাছে বড় ধাক্কা হিসেবে এসেছে।

মারডকের নিউজ করপোরেশন যুক্তরাষ্ট্রে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, যুক্তরাজ্যের দ্য সান, দ্য টাইমসসহ প্রধান গণমাধ্যমগুলো নিয়ন্ত্রণ করে।

২০১৬ সালে লন্ডনে বিয়ের দিনে মারডক টুইটে লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ।’

২০১৮ সালে মারডক তাঁর উত্তরসূরি হিসেবে বড় ছেলে ল্যাচলানকে ফক্স করপোরেশনের প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা দেন।

মারডক এর আগে ১৯৫৬ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকারের সঙ্গে সংসার করেন। এরপর স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মানের সঙ্গে তাঁর সংসার টিকেছিল ১৯৬৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত। চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংয়ের সঙ্গে ১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংসার টিকেছিল তাঁর। মারডকের সন্তানের সংখ্যা ১০।