লেডিস নাইট ক্লাবের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা
কুইন্সের বসবাসকারী প্যাট্রিক ম্যাকডোয়েল লিঙ্গবৈষম্যের কারণ দেখিয়ে মামলা ঠুকে দিয়েছেন ম্যানহাটনের একটি নাইট ক্লাবের বিরুদ্ধে। অভিযোগ, ‘লেডিস নাইট’ চলাকালে তাঁকে ক্লাবে প্রবেশের জন্য ফি দিতে হয়েছে। যদিও নারীরা কোনো ফি ছাড়াই ক্লাবে প্রবেশ করেছেন। এই ঘটনাকে তিনি লিঙ্গবৈষম্য দাবি করে ক্ষতিপূরণ চেয়েছেন।
প্যাট্রিক ম্যাকডোয়েল তাঁর অভিযোগ বলেন, তিনি গত ১০ আগস্ট ইনউড ক্লাব রিপাবলিকা লাউঞ্জে গিয়েছিলেন। ক্লাবে প্রবেশের জন্য তাঁকে ২০ ডলার ‘কভার চার্জ’ দিতে হয়েছিল। তাঁকে বলা হয়েছে, নারীদের কিছু দিতে হবে না।
ম্যাকডোয়েল বলেন, ডাইকম্যান স্ট্রিট বার তাঁকে লেডিস নাইটে যাওয়ার অনুমতি দেয়নি। বার ও ক্লাবগুলোতে এটি সাধারণ ঘটনা। অনেক বার ও ক্লাবেই প্রতি সপ্তাহে এমন অফার থাকে।
নিউইয়র্ক সিটি কমিশন অব হিউম্যান রাইটসের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাকডোয়েল লিঙ্গবৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করে ক্ষতিপূরণ চেয়েছেন। এই মামলায় ‘লেডিস নাইট’ অনুষ্ঠানের আয়োজকদের আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে, নারীরা মানবাধিকারবিষয়ক নিউইয়র্ক সিটি কমিশনের প্রয়োজনীয় অনুমতি ব্যতীত এভাবে আইন লঙ্ঘন করে নিজেদের পছন্দমতো আচরণ করছে। নিজের অধিকার ক্ষুণ্ন হওয়ার দাবি করে ম্যাকডোয়েল ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি যথাযথ অনুমতি না পাওয়া পর্যন্ত ক্লাবকে লেডিস নাইট
উদ্যাপন করা থেকে বিরত রাখার বিষয়ে আদালতের নির্দেশনা কামনা করেছেন।
রিপাবলিকা ক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।