শেষ বিতর্কে কে জিতলেন, কে হারলেন

শেষ বিতর্কের নানা মুহূর্তে নানা ভঙ্গিমায় ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বিতর্ক অনুষ্ঠিত হয়ে গেল। বিতর্ক শেষে জয়-পরাজয়ের হিসাব মেলানো শুরু হয়ে যায়। চূড়ান্ত বিতর্কে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে কে জিতেছেন, আর কে হেরেছেন, দর্শকের মতামতের ভিত্তিতে তার উত্তর উঠে এসেছে বিভিন্ন জরিপে।

আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের জরিপের ভিত্তিতে জানিয়েছে, দ্বিতীয় ও শেষ বিতর্কে জয়লাভ করেছেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে চূড়ান্ত বিতর্কে মুখোমুখি হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

আরও পড়ুন

শেষ বিতর্কের দর্শকদের মতামতের ভিত্তিতে সিএনএন ইনস্ট্যান্ট পোল বলছে, চূড়ান্ত বিতর্কে ট্রাম্পের চেয়ে বাইডেন ভালো করেছেন।

জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ দর্শক বলেছেন, শেষ বিতর্কে বাইডেন জয়লাভ করেছেন। অন্যদিকে, ৩৯ শতাংশ দর্শক বলেছেন, এই বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প জিতেছেন।
সিএনএন ছাড়াও আরও দুটি জরিপে বিতর্কে বাইডেন জয়ী হয়েছেন বলে দর্শকেরা মত দিয়েছেন।

ডেটা প্রোগ্রেস জরিপ অনুযায়ী, বিতর্কে বাইডেনের জয়ের পক্ষে মত দিয়েছেন ৫২ শতাংশ দর্শক। ট্রাম্পের জয়ের পক্ষে মত দিয়েছেন ৪১ শতাংশ দর্শক।

অপর জরিপ ইউএস পলিটিকস অনুযায়ী, ৫২ শতাংশ দর্শক মনে করেন বিতর্কে বাইডেন জয়ী। আর ট্রাম্প জয়ী হয়েছেন—এমনটা মনে করেন ৩৯ শতাংশ দর্শক।
দুই প্রার্থীর মধ্যে প্রথম বিতর্কেও বাইডেন জয়ী হয়েছিলেন বলে বিভিন্ন জরিপে উঠে আসে।

আরও পড়ুন

প্রথম বিতর্কের পর সিএনএন পোল জানায়, ২৮ শতাংশ দর্শক মনে করেন, সেই বিতর্কে ট্রাম্প জয়ী হয়েছেন। অন্যদিকে, ৬০ শতাংশ দর্শক বাইডেনের জয়ের পক্ষে মত দেন।

তবে দুই প্রার্থীর মধ্যকার প্রথম বিতর্ক নিয়ে অনেক সমালোচনা হয়। কারণ, সে বিতর্ক ছিল বিশৃঙ্খল ও ব্যক্তিগত আক্রমণে পরিপূর্ণ। সেই তুলনায় দ্বিতীয় বিতর্কে উভয় প্রার্থীই ছিলেন অনেকটাই সংযত। বিতর্কে তাঁরা বিভিন্ন বিষয়ে পরস্পরের সমালোচনা করছেন। করেছেন পাল্টাপাল্টি আক্রমণ। তবে সব ক্ষেত্রেই পরস্পর সম্মান রেখে কথা বলেছেন।

আরও পড়ুন