সঙ্গীর চিন্তায় চিকিৎসাকেন্দ্রে রাজহাঁস

কাঁচের দেয়ালের বাইরে দাঁড়িয়ে আহত সঙ্গীকে দেখছে রাজহাঁসটি।
ছবি: যুক্তরাস্ট্রের ম্যাসাচুসেটসে নিউ ইংল্যান্ড ওয়াইল্ডলাইফ সেন্টারের সৌজন্যে।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে বন্য প্রাণীদের একটি চিকিৎসাকেন্দ্র। ভেতরে বুনো একটি রাজহাঁসের চিকিৎসা চলছে। ব্যস্ত সময় পার করছেন পশু চিকিৎসকেরা। বুনো রাজহাঁসটি পায়ে আঘাত পেয়েছে। অস্ত্রোপচার করছেন তাঁরা। হঠাৎ ওই কেন্দ্রের চিকিৎসকেরা দেখলেন, কেন্দ্রের বাইরে আরও একটি রাজহাঁস এসেছে। অস্থির হয়ে পায়চারি করছে। ভেতরে আসার চেষ্টা করছে। কেন্দ্রের বাইরে আসা রাজহাঁসটি আহত রাজহাঁসের সঙ্গী। সঙ্গীর অসুস্থতায় অস্থির হয়ে পড়েছে। মানুষ যেমন প্রিয়জনের অস্ত্রোপচারের সময় দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠে, ঠিক তেমনি রাজহাঁসটিও সঙ্গীর চিন্তায় ছুটে এসেছে চিকিৎসাকেন্দ্রের বাইরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, অবাক করা এই ঘটনা ঘটেছে ম্যাসাচুসেটসে নিউ ইংল্যান্ড ওয়াইল্ডলাইফ সেন্টারের একটি শাখায়। গত সপ্তাহে কেন্দ্রটির পক্ষ থেকে এই ঘটনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানানো হয়। এই পোস্টে যুক্ত করা হয় আহত রাজহাঁসটির অস্ত্রোপচার এবং ওই চিকিৎসাকেন্দ্রের বাইরে সঙ্গীর অপেক্ষায় থাকা রাজহাঁসটির ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলা হয়েছে, চিকিৎসাকেন্দ্রের কর্মীরা একটি পুকুরের পাড় থেকে আহত অবস্থায় রাজহাঁসটিকে তুলে এনেছিলেন। পায়ে আঘাত পাওয়া রাজহাঁসটির অস্ত্রোপচার চলার সময় সেটির সঙ্গী চলে আসে। সেটা হয়তো কোনোভাবে বুঝতে পেরেছিল ওর সঙ্গী এখানে আছে। সঙ্গীর চিন্তায় উদ্বিগ্ন ওই রাজহাঁস কাচে ঘেরা অস্ত্রোপচার কক্ষে প্রবেশের চেষ্টা করে। ঢুকতে না পেরে যতক্ষণ অস্ত্রোপচার চলেছে, পুরোটা সময় বুনো ওই রাজহাঁস অস্থির চিত্তে সঙ্গীর জন্য অপেক্ষা করেছে। কাচের দেয়ালের বাইরে থেকে সঙ্গীর অস্ত্রোপচার দেখেছে।

বাইরে থাকা রাজহাঁসটির অস্থিরতা, উদ্বেগ দেখে চিকিৎসাকেন্দ্রের কর্মীরা আহত রাজহাঁসটিকে দরজার কাছে নিয়ে আসেন। সঙ্গীকে দেখে তবেই অস্থিরতা কমে ওই রাজহাঁসের। তবে আরও কয়েকটা দিন বুনো ওই রাজহাঁসকে সঙ্গী ছাড়াই থাকতে হবে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই আহত রাজহাঁসটিকে সঙ্গীর সঙ্গে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পশু চিকিৎসকেরা।

তবে সঙ্গীর প্রতি বুনো রাজহাঁসের এই ভালোবাসার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের নজর কেড়েছে। পাঁচ হাজারের বেশি মানুষ ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্রিস গাথম্যান নামের একজন লিখেছেন, অনেকেই রাজহাঁস পছন্দ করেন না। তবে ওরা খুবই চমৎকার। বিশেষত যখন ওরা সঙ্গী বেছে নেয় ও ছানা সামলায়। ওদের ভালোবাসুন।