সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনকে ক্ষমা করলেন ট্রাম্প

মাইকেল ফ্লিন
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা করে দিয়েছেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকালে এফবিআইয়ের কাছে মিথ্যা বলেছিলেন ফ্লিন। এ জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। ফ্লিনকে বুধবার ক্ষমা করেন ট্রাম্প।

ট্রাম্প টুইটারে লিখেছেন, মাইকেল ফ্লিনকে পুরোপুরি ক্ষমা করে দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত ঘোষণা দেওয়াটা তাঁর জন্য বড় সম্মানের বিষয়।

ফ্লিন ও তাঁর পরিবারকে অভিনন্দনও জানান ট্রাম্প।

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের বিষয়ে ফ্লিন মিথ্যা বলেছিলেন। ২০১৭ সালে তিনি দোষ স্বীকার করেন। তবে পরে তিনি তাঁর স্বীকারোক্তি প্রত্যাহার চান। ফ্লিন দাবি করেন, আইনজীবীরা তাঁর অধিকার ক্ষুণ্ন করেছিলেন, তাঁকে ধোঁকা দিয়েছিলেন।

ফ্লিনের সাজার ঘোষণা কয়েকবার পেছানো হয়েছিল। সেই তিনি ক্ষমাই পেয়ে গেলেন।

ফ্লিনকে ক্ষমা করার বিষয়ে বুধবার হোয়াইট হাউস একটি বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে ফ্লিনকে একজন নিরপরাধ ভুক্তভোগী হিসেবে বর্ণনা করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

হোয়াইট হাউসের ভাষ্য, ২০১৬ সালের নির্বাচনকে বিনষ্ট করার একটি সমন্বিত প্রচেষ্টায় লিপ্ত থাকা পক্ষপাতদুষ্ট সরকারি কর্মকর্তাদের শিকার ফ্লিন।

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত যাঁদের ক্ষমা করেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বড় মাপের ব্যক্তি ফ্লিন।

ট্রাম্পের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ফ্লিন। ২০১৭ সালের শুরুর দিকে তাঁকে বরখাস্ত করেন ট্রাম্প।