সীমান্তে আবারও দেয়াল নির্মাণ শুরু করতে চান টেক্সাসের গভর্নর

অবৈধ অভিবাসীদের ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলে যুক্তরাষ্ট্র।
ফাইল ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, তিনি মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প আবার শুরু করতে চান। এ জন্য অঙ্গরাজ্যটির পক্ষ থেকে আগামী সপ্তাহে বিশদ পরিকল্পনা ঘোষণা করা হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাভিলাষী প্রকল্প ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। মেক্সিকোর বিরোধিতা সত্ত্বেও অভিবাসীর স্রোত ঠেকাতে ট্রাম্প এই দেয়াল তোলার কাজ শুরু করেছিলেন। তবে চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নিয়ে এই কাজ বন্ধ করে দেন। বাইডেনের এমন উদ্যোগের প্রশংসা করেছিল মেক্সিকো।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে সীমান্তবর্তী টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ প্রকল্পটি আবারও চালু করার পক্ষে নিজের অবস্থানের কথা জানালেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ট্রাম্পের আমলে এ অঙ্গরাজ্যের সীমানা বরাবর ৪০০ মাইলের বেশি দেয়াল নির্মাণ শেষ হয়েছিল। যদিও তাঁর ক্ষমতায় আসার আগেই সীমান্তের তিন ভাগের এক ভাগ এলাকা দেয়াল কিংবা প্রতিবন্ধকতার আওতায় ছিল। ট্রাম্প প্রশাসন আগের সেই উদ্যোগ জোরদার করেছিল।